চলতি বছরের জানুয়ারিতে পালমেইরাস ছেড়ে ইউরোপে পাড়ি জমিয়েছেন জেসুস। যোগ দেন ম্যানচেস্টার সিটিতে।
তরুণ ফরোয়ার্ড জেসুসের খেলায় মুগ্ধ রোনালদিনহো। তার মাঝে ফুটবলের সর্বোচ্চ চূড়ায় ওঠার সম্ভাবনা দেখছেন সাবেক বার্সেলোনা সুপারস্টার, ‘ম্যানচেস্টার সিটি খুবই বিশেষ খেলোয়াড় হিসেবে গ্যাব্রিয়েল জেসুসকে পেয়েছে। হয়তো ভবিষ্যতে সে বিশ্বের সেরা খেলোয়াড় হবে। ’
‘এ মুহূর্তে এটা মেসি বিশ্বসেরা। আমি সব সময়ই বলে আসছি একদিন তা নেইমারের হাতে উঠবে। অদূর ভবিষ্যতে ১৯ বছরের গ্যাব্রিয়েল হতে পারে। সেরা হওয়ার জন্য তার মাঝে সব রকম সামর্থ্যই রয়েছে। রোনালদো, কাকা, আমি এবং সবশেষ নেইমার তরুণ বয়সে ফুটবলের সর্বোচ্চ লেভেলে খেলছে। গ্যাব্রিয়েলও এই শ্রেণীর অন্তর্ভুক্ত। ’-যোগ করেন ২০০২ বিশ্বকাপ জয়ী।
বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, ১৩ ফেব্রুয়ারি, ২০১৭
এমআরএম