ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

নাপোলির বিপক্ষে ফিরছেন বেল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
নাপোলির বিপক্ষে ফিরছেন বেল সার্জারির পর গ্যারেথ বেলের প্রথম অনুশীলনে ফেরা/ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগে নাপোলির বিপক্ষে হোম ম্যাচে চোখ রাখছে রিয়াল মাদ্রিদ। অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিচ্ছে জিনেদিন জিদানের শিষ্যরা। স্প্যানিশ জায়ান্টদের জন্য সুখবর, সার্জারির পর প্রথমবারের মতো অনুশীলনে ফিরেছেন গ্যারেথ বেল।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচটি অনুষ্ঠিত হবে। সান্তিয়াগো বার্নাব্যুতে খেলা শুরু বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ২টায়।

অ্যাঙ্কেল (গোড়ালি) ইনজুরি বেলকে তিন মাস মাঠের বাইরে রেখেছে। গত বছরের নভেম্বরে স্পোর্টিং লিসবনের বিপক্ষে রিয়ালের ২-১ ব্যবধানে জয়ের পর থেকেই প্রতিযোগিতামূলক ম্যাচের বাইরে ওয়েলস তারকা। সার্জারি পর্যন্ত করতে হয়েছিল।

নাপোলি ম্যাচ সামনে রেখে দলের সঙ্গে বেলের ট্রেনিংয়ের ছবি নিজেদের অফিসিয়াল টুইটার পেজে পোস্ট করেছে রিয়াল। বেশ ছন্দেই দেখা গেছে ২৭ বছর বয়সী এ উইঙ্গারকে। ইউরোপ শ্রেষ্ঠত্বের আসরের এ মৌসুমে দু’টি গোল করেছেন বেল। দু’টিই গ্রুপ পর্বে লেগিয়া ওয়ারশ’র বিপক্ষে।

তিন মাস পর বেলের ট্রেনিংয়ে ফেরার ভিডিও:

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, ১৩ ফেব্রুয়ারি, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।