ঢাকা, মঙ্গলবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

ফুটবল

আর্সেনালের ভুলে থাকার রেকর্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৭, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
আর্সেনালের ভুলে থাকার রেকর্ড চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের ভুলে থাকার রেকর্ড/ছবি: সংগৃহীত

আর্সেনাল প্রথম ইংলিশ টিম যারা চ্যাম্পিয়নস লিগে ২০০টি গোল হজম করেছে! বায়ার্ন মিউনিখের মাঠে শেষ ষোলোর প্রথম লেগে ৫-১ গোলে বিধ্বস্ত হওয়ার লজ্জায় ডোবে আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা। এর মধ্য দিয়ে ভুলে থাকার মতো রেকর্ডে নাম লেখায় ইংলিশ জায়ান্টরা।

উড়ন্ত জয়ে কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রাখলো বাভারিয়ানরা। টিকে থাকার পাহাড়সম চ্যালেঞ্জে ওজিল-সানচেজদের অলৌকিক কিছুই করতে হবে! এমিরেটস স্টেডিয়ামে আগামী ৭ মার্চ (মঙ্গলবার) ফিরতি পর্বের ম্যাচ অনুষ্ঠিত হবে।

খেলা শুরু বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ২টায়।

অ্যালিয়াঞ্জ অ্যারেনায় কার্লো আনচেলত্তির দলের সঙ্গে ১-১ সমতায় প্রথমার্ধ শেষ করে গানাররা। আরিয়েন রোবেনের গোলে ১১ মিনিটেই লিড নেয় বায়ার্ন। ৩০ মিনিটে ভিজিটরদের ম্যাচে ফেরান আলেক্সিস সানচেজ।

দ্বিতীয়ার্ধে আর্সেনালের রক্ষনভাগে রীতিমতো ‘স্টিমরোলার’ চালান ভিদাল-রোবেন-লেভানডফস্কিরা। ৫৩ মিনিটে পোলিশ ‘গোলমেশিন’ রবার্ট লেভানডফস্কির পর জোড়া গোল উদযাপনে মাতেন স্প্যানিশ মিডফিল্ডার থিয়াগো আলকানতারা।

ম্যাচের শেষদিকে বদলি হিসেবে নামার দুই মিনিটের মধ্যেই (৮৮ মিনিট) স্কোরশিটে নাম লেখান জার্মান তারকা ফরোয়ার্ড থমাস মুলার। এতেই ইউরোপের প্রিমিয়ার ক্লাব প্রতিযোগিতায় দুইশ’ গোল হজম করার অনাকাঙ্ক্ষিত রেকর্ডের জন্ম দেয় আর্সেনাল।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, ১৬ ফেব্রুয়ারি, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।