ছবি:সংগৃহীত
সেইন্ট-এটিনের বিপক্ষে দ্বিতীয় লেগে ১-০ গোলে জিতে ইউরোপা লিগের শেষ ষোলো নিশ্চিত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। শেষ ষোলোতে অবশ্য আগেই এক পা দিয়ে রেখেছিল হোসে মরিনহোর শিষ্যরা। কারণ প্রথম লেগে ঘরের মাঠে ৩-০ ব্যবধানের জয় পেয়েছিল। আর দুই লেগ মিলিয়ে ৪-০ অ্যাগ্রিগেটের জয়।
বুধবার রাতে ঘরের মাঠ স্তেদ জিওফ্রি-গুইচার্ডে ম্যানইউকে আতিথিয়েতা জানায় এটিনে। কিন্তু ম্যাচের শুরুতেই এগিয়ে যায় সফরকারীরা।
আরমেনিয়ান মিডফিল্ডার হেনরিক মাখিতারায়ানের গোলে ১৬ মিনিটে লিড পায় তারা।
কিন্তু এই এক গোলই শেষ পর্যন্ত জয়ের কারণ হয় রেড ডেভিলসদের। কারণ প্রতিপক্ষ এটিনে কোনো গোল করতে সমর্থ হয়নি। ৬৩ মিনিটে অবশ্য ১০ জনের দলে পরিণত হয় ম্যানইউ। পর পর দু’বার হলুদ কার্ড দেখা এরিক বেইলি মাঠ থেকে বেরিয়ে যায়। তবে শেষ পর্যন্ত ৪-০ ব্যবধানের বড় অ্যাগ্রিগেটেই শেষ ষোলো নিশ্চিত হয় ইংলিশ জায়ান্টদের।
বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, ২৩ ফেব্রুয়ারি, ২০১৭
এমএমএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।