সবশেষ চ্যাম্পিয়নস লিগে আরেক লিজেন্ড ইকার ক্যাসিয়াসের মুখোমুখি হন বুফন। আরেকটি ক্লিনশিটে নিজের শ্রেষ্ঠত্বের জানান দেন।
সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ সাত ম্যাচের মধ্যে ছয়টিতেই গোলবার সুরক্ষিত রাখেন বুফন। ক্লিনশিট নৈপুণ্যে দলকে সামনে থেকেই নেতৃত্ব দিচ্ছেন ২০০৬ বিশ্বকাপ জয়ী।
১৬৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলা বুফন ক্যারিয়ার জুড়েই ক্লিনশিটের জন্য সুপরিচিত। ইতালিয়ান লিগে (সিরি আ) সবচেয়ে বেশি মিনিট গোল হজম না করার রেকর্ড ধরে রাখা, টানা সবচেয়ে বেশি ম্যাচে প্রতিপক্ষকে গোল থেকে বিরত রাখা, এক মৌসুমে সবচেয়ে বেশি ক্লিনশিট এবং সর্বকালের সবচেয়ে বেশি সংখ্যক ক্লিনশিটের কীর্তি তার নামের পাশে।
ইতালির হয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিটের রেকর্ডটিও ভাগাভাগি করেন বুফন। শুধু তাই নয়, ইতালিয়ান যে কারো চেয়ে সবচেয়ে বেশি পেনাল্টি সেভ করেছেন এ জীবন্ত কিংবদন্তি।
বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, ২৩ ফেব্রুয়ারি, ২০১৭
এমআরএম