ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

আলো জ্বললো ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৭
আলো জ্বললো ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে ছবি: সংগৃহীত

অবশেষে আলো জ্বললো ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে। বকেয়া বিল পরিশোধ করায় পুনরায় চালু হয়েছে মারাকানা স্টেডিয়ামের বিদ্যুৎ। ব্রাজিলিয়ান মুদ্রায় ১.৩ মিলিয়ন রেইস বকেয়া পড়েছিল।

তদারকির অভাব ও চরম অব্যবস্থাপনায় অলিম্পিক আয়োজনের মাত্র কয়েক মাস পরেই মারাত্মক ক্ষয়ক্ষতির মুখে পড়ে ব্রাজিলের ঐতিহাসিক এই স্টেডিয়াম। তবে, স্টেডিয়ামের ম্যানেজার বকেয়া বিদ্যুত বিল পরিশোধ করায় আবারো স্টেডিয়ামের বিদ্যুতের সংযোগ দেওয়া হয়।

স্টেডিয়াম কর্তৃপক্ষ গত তিন মাসের বিদ্যুত বিল পরিশোধ করেছে বলে নিশ্চিত করেছে মারাকানার বিদ্যুত বিভাগ।

১৯৫০-এর ব্রাজিল বিশ্বকাপ উপলক্ষে নির্মিত হয়েছিল ঐতিহাসিক মারাকানা স্টেডিয়াম। ২০১৪ সালের বিশ্বকাপ ও ২০১৬-র রিও অলিম্পিক আয়োজনকে সামনে রেখে এই স্টেডিয়ামের উন্নয়নে বিপুল অর্থ ব্যয় করে ব্রাজিল সরকার। শুধুমাত্র অলিম্পিকের জন্যই প্রায় ১.৮ মিলিয়ন রেইস বিদ্যুৎ বিল জমা পড়ে। তবে, স্টেডিয়াম কর্তৃপক্ষ আর বিদ্যুৎ বিভাগের আলোচনা শেষে পরিশোধ করা হয় ১.৩ মিলিয়ন রেইস।

গত সপ্তাহে বিদ্যুতের লাইন কেটে দেওয়ায় পুরোপুরি অন্ধকারে ঢেকে যায় মারাকানা। স্টেডিয়ামের পরিচালনা নিয়ে কয়েকটি পক্ষ তৈরি হওয়ার কারণেই এতোদিন কেউ বিল পরিশোধের ব্যাপারে এগিয়ে আসেনি।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ২৪ ফেব্রুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।