ছবি:সংগৃহীত
জমে উঠেছে স্প্যানিশ ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় আসর লা লিগায়। লিগের চলমান আসরে জায়ান্ট দুই দল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের সঙ্গে সমান তালে লড়ছে সেভিয়া। শনিবার রাতে রিয়াল বেটিসকে ২-১ ব্যবধানে হারিয়ে বার্সাকে হটিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ থাকা রিয়াল মাদ্রিদের সমান পয়েন্ট অর্জন করেছে। তবে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দ্বিতীয়স্থানে দলটি।
ঘরের মাঠ স্তাদিও বেনিতো ভিয়ামারিনে এদিন পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত দুর্দান্ত এক জয় তুলে নেয় সেভিয়া। ৩৬ মিনিটে বেটিসের ফুটবলার রিজা ডুরমিসির গোলে এগিয়ে যায় দলটি।
তবে বিরতির পর ৫৬ মিনিটে গ্যাব্রিয়েল মারসাডো ও ৭৬ মিনিটে ইবোরা গোল করে সেভিয়ার জয় নিশ্চিত করেন।
২২ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে শীর্ষ অবস্থান করছে রিয়াল। যদিও দুই ম্যাচ বেশি খেলে সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে সেভিয়া। ২৩ ম্যাচ খেলা বার্সেলোনা ৫১ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে আছে। আরেক শিরোপা প্রত্যাশি অ্যাতলেটিকো মাদ্রিদ ২৩ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে চারে রয়েছে।
বাংলাদেশ সময়: ০৯৩৩ ঘণ্টা, ২৬ ফেব্রুয়ারি, ২০১৭
এমএমএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।