ঢাকা, শুক্রবার, ২৫ আশ্বিন ১৪৩২, ১০ অক্টোবর ২০২৫, ১৭ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

তিন স্প্যানিশের গোলে চেলসির জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:১৭, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
তিন স্প্যানিশের গোলে চেলসির জয় ছবি:সংগৃহীত

স্পেন জাতীয় দলের তিন তারকা সেস ফেব্রেগাস, পেদ্রো ও দিয়েগো কস্তার গোলে সোয়ানসি সিটির বিপক্ষে ৩-১ ব্যবধানে জয় পেল চেলসি। আর এ জয়ের ফলে পয়েন্ট টেবিলে নিজেদের শীর্ষস্থান আরও মজবুত করলো অ্যান্তোনিও কোন্তের শিষ্যরা।

ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে এদিন চেলসি ক্যারিয়ারের ৩০০তম ম্যাচ খেলতে নামেন মিডফিল্ডার ফেব্রেগাস। আর মাইলফলক ম্যাচটি স্মরণীয় করে রাখলেন তিনি।

খেলার ১৯ মিনিটে গোল করে তিনি দলের লিড নেন। তবে প্রতিপক্ষের ফুটবলার লোরেন্টে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে গোল করে দলকে সময়তায় ফেরান। ১-১ গোলে বিরতিতে যায় দু’দল।

বিরতির পর ম্যাচের ৭২ মিনিটে স্ট্রাইকার পেদ্রোর গোলে আবারও এগিয়ে যায় চেলসি। আর ৮৪ মিনিটে কস্তা গোল করলে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে ব্লুজরা।

ইংলিশ প্রিমিয়ার লিগে ২৬ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষ আছে চেলসি। এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটি ৫২ পয়েন্ট নিয়ে দ্বিতীয়াস্থানে আছে।

বাংলাদেশ সময়: ১০১৭ ঘণ্টা, ১৬ ফেব্রুয়ারি, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।