অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ হলেও হালকা করে দেখার সুযোগ নেই! পালমাসের মাঠেই মৌসুমের প্রথম দেখায় ২-২ গোলের ড্রয়ে হোঁচট খায় জিনেজিন জিদানের শিষ্যরা। তাই বেল-বেনজেমা-রোনালদোদের সামনে ম্যাচটি চ্যালেঞ্জেরও বটে।
টানা দু’টি অ্যাওয়ে ম্যাচ পর ঘরের মাঠে ফিরছে রিয়াল। ভিয়ারিয়াল ম্যাচে হার এড়ানোর (৩-২) আগে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২-১ গোলে হারের লজ্জায় ডোবে।
হোম ভেন্যুতে রিয়ালের সামনে টানা ১৮ ম্যাচে অপরাজেয় থাকার হাতছানি! শেষ আটটি ম্যাচেই পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে স্প্যানিশ জায়ান্টরা। গত বছর নিজেদের দর্শকদের সামনে হারের পর এখন পর্যন্ত ১৫টি জয় ও দুই ম্যাচ ড্র করে তারা।
পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখার চ্যালেঞ্জও অপেক্ষা করছে। দু’ঘণ্টা আগে ন্যু ক্যাম্পে স্পোর্টিং গিজনের বিপক্ষে নামবে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। পয়েন্ট টেবিলে ২৪ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বার্সা। এক পয়েন্ট এগিয়ে এক ম্যাচ কম খেলা রিয়াল। তিনে থাকা সেভিয়ার সংগ্রহ ৫২। সাত পয়েন্ট পিছিয়ে চার নম্বরে অ্যাতলেতিকো।
বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, ১ মার্চ, ২০১৭
এমআরএম