১৯৪২ থেকে ১৯৪৪ এ সময়ে টানা গোল করার রেকর্ড গড়েছিল বার্সা। দীর্ঘ সময় পর সেটিই এখন অতীত! গত সোমবারের (২৭ ফেব্রুয়ারি) ম্যাচে স্বাগতিক ভিয়ারিয়ালকে ৩-২ গোলে হারিয়ে কাতালানদের অর্জন স্পর্শ করে।
সবশেষ গত বছরের ২৬ এপ্রিল গোলহীন অভিজ্ঞতার শিকার হয় রিয়াল। চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর আর গোলস্কোর থামায়নি স্প্যানিশ জায়ান্টরা।
গত মৌসুমের শেষ পাঁচ ম্যাচে গোল করে এ যাত্রা শুরু করেছিল রিয়াল। বাকি ৪০টি ম্যাচ চলতি ২০১৬-১৭ মৌসুমের। এ সময়ের মধ্যে তারা ৩১ ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ে। ১১টি ড্র ও বাকি তিন ম্যাচ ড্রয়ে নিষ্পত্তি হয়।
শুধু তাই নয়, লা লিগায় নতুন ক্লাব রেকর্ডের জন্ম দিয়েছে রিয়াল। নিজেদের ক্লাব ইতিহাসে এ প্রথম টানা ৩৬টি লিগ ম্যাচে জালে বল পাঠিয়েছে তারা। ছাড়িয়ে যায় ১৯৫১/৫২ ও ১৯৫২/৫৩ মৌসুমে করা ৩৫ ম্যাচের অর্জন।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ২ মার্চ, ২০১৭
এমআরএম