চলতি মৌসুম শেষেই তার আর্সেনালের অধ্যায়ের ইতি দেখছেন গানারদের সাবেক ইংলিশ মিডফিল্ডার পল মারসন। তার চোখে, আগামী মৌসুমে দেশে ফিরে ফরাসি চ্যাম্পিয়ন পিএসজির ডাগআউটে দেখা যেতে পারে ওয়েঙ্গারকে।
প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়ে পিছিয়ে আর্সেনাল। ২৬ ম্যাচ শেষে পঞ্চাশ পয়েন্টে পঞ্চম। সবশেষ লিগ ম্যাচে লিভারপুলের মাঠে ৩-১ ব্যবধানে হার মানতে হয়। বায়ার্ন মিউনিখের মাঠে প্রথম লেগে ৫-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো থেকে বিদায় অনেকটাই নিশ্চিত! সব মিলিয়ে চাপের মুখে ৬৭ বছর বয়সী ওয়েঙ্গার। বর্তমান চুক্তিও শেষের পথে (চলতি মৌসুম পর্যন্ত)।
এ মৌসুমেই সেভিয়া ছেড়ে পিএসজির দায়িত্ব কাঁধে নেন ইউনাই এমেরি। কিন্তু, তার অধীনে ঘরোয়া লিগের আধিপত্য ধরে রাখতে সংগ্রাম করতে হচ্ছে। মোনাকোর সঙ্গে চলছে শীর্ষস্থানের লড়াই। যদিও চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে বার্সেলোনাকে ৪-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রেখেছে পিএসজি। এমেরিকে কোচের পদ থেকে সরিয়ে দিয়ে ওয়েঙ্গারকে টানবে কী ফ্রেঞ্চ জায়ান্টরা!
স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে মারসন বলেন, ‘বিশ্বজুড়ে ওয়েঙ্গোরের অনেক সুনাম। তিনি ওয়ার্ল্ডের সব খেলোয়াড়কে চেনেন। তার খ্যাতি অসাধারণ। আমি মনে করি, পিএসজি চ্যাম্পিয়নস লিগ জিততে পারবে না এবং মোনাকো যেভাবে খেলছে ফ্রেঞ্চ লিগ জিততে পারবে কিনা তাও নিশ্চিত নয়। যদি একজনের ওপর বাজি রাখি, আমি বলবো আগামী মৌসুমে তিনি (ওয়েঙ্গার) পিএসজির কোচ হবেন। ’
বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ৫ মার্চ, ২০১৭
এমআরএম