প্রথমার্ধে মিরাজের দেয়া গোলে ১-০ তে লিড নেয় বিকেএসপি। দ্বিতীয়ার্ধে বিকেএসপি আরও সুসংগঠিত ও পরিকল্পিত খেলে প্রতিপক্ষের উপর প্রাধান্য বিস্তার করে।
মিরাজ আগের ম্যাচের মতো এ ম্যাচেও হ্যাটট্রিক সহ ৪টি গোল করেন। অপর ২টি গোল করেন আরাফাত ও মার্কনী।
বিকেএসপি’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: সামছুর রহমান মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন। এ সময় তার সাথে ছিলেন পরিচালক (প্রশাসন ও অর্থ) এবি এম রুহুল আজাদ, মন্ত্রণালয়ের ডি এস সরদার মো: সোয়েব, কলেজের অধ্যক্ষ লে: কর্নেল মো: ইমরান ইবনে এ রউফ ও উপ-পরিচালক (প্রশিক্ষণ) শামীমা সাত্তার মিমু। বিকেএসপি দলের ম্যানেজারের দায়িত্বে ছিলেন উজ্জ্বল চক্রবর্তী ও কোচের দায়িত্বে ছিলেন পরিতোষ দেওয়ান।
উল্লেখ্য, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর ব্যবস্থাপনায় টুর্নামেন্টটি পরিচালিত হয়।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ০৫ মার্চ ২০১৭
এমআরপি