ইউরোপোর দ্বিতীয় সর্বোচ্চ সম্মানের আসর ইউরোপা লিগে বৃহস্পতিবার রাতে রোস্তভের মাঠ স্টেডিয়ন অলিম্প ২-এ আতিথিয়েতা নিতে যায় ম্যানইউ। তবে এদিন ইংলিশ জায়ান্ট দলটির খেলায় তেমন গতি লক্ষ্য করা যায়নি।
এাদিন ম্যাচের ৩৬ মিনিটে প্রথমে লিড নেয় অবশ্য রেড ডেভিলসরাই। জ্লাতান ইব্রাহিমোভিচের অ্যাসিস্টে গোলটি করেন আরমেনিয়ান স্ট্রাইকার মাখিতারায়ন। তবে দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে বুখারভ গোল করলে সমতায় ফেরে স্বাগতিকরা।
ম্যাচের বাকি সময় দু’দল গোলের জন্য আরও কয়েকটি প্রচেষ্টা চালায়। তবে কেউই গোলের দেখা পায়নি। ফলে শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়ে তারা। এ ম্যাচে গোল দেওয়ার ফলে ম্যানইউ অবশ্য অ্যাওয়ে গোলের সুবিধা পেয়ে গেল। আর আগামী সপ্তাহে ঘরের মাঠ ওল্ড ট্রাফোডে দ্বিতীয় লেগে খেলতে নামবে দু’দল।
বাংলাদেশ সময়: ০৮৪২ ঘণ্টা, ১০ মার্চ, ২০১৭
এমএমএস