দুই দলের এমন স্নায়ু যুদ্ধের এল ক্লাসিকোর অপেক্ষায় থাকে পুরো ফুটবল দুনিয়া। ২৯ জুলাই এই অপেক্ষার আরেকটি অবসান ঘটবে।
এবারের এল ক্লাসিকো অনুষ্ঠিত হবে স্পেনের বাইরে। আমেরিকার ফ্লোরিডায় অবস্থিত মিয়ামির হার্ডরক স্টেডিয়ামে নামবে দুই স্প্যানিশ জায়ান্ট। প্রি-সেসনের এই ম্যাচ নিশ্চিত করেছে আয়োজক কমিটি। সেখানে ৬৫ হাজার ৩২৬ জন দর্শক একসঙ্গে বসে খেলা দেখতে পারবেন।
রিয়ালের বিপক্ষে মাঠে নামার আগেই আমেরিকার মাটিতে আরও দুটি ম্যাচ খেলবে মেসি-নেইমারের বার্সা। ২২ জুলাই কাতালান ক্লাবটির প্রতিপক্ষ থাকছে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস। আর ২৫ জুলাই ইংলিশ প্রিমিয়ারের সেরা দল ম্যানচেস্টার সিটির বিপক্ষে খেলবে মেসি বাহিনী।
রিয়াল-বার্সার রোমাঞ্চকর লড়াই প্রতিবছরই ফিরে আসে। যে দুই দল মুখোমুখি হলে উঠে আসে ১০০ বছরের ইতিহাস, পরতে পরতে ছড়ানো রোমাঞ্চ। আর এই রোমাঞ্চের ম্যাচ অনুষ্ঠিত হওয়ার আগে গত ৩০ বছরে এই দুই দল স্পেনের বাইরে মুখোমুখি হয়নি।
বার্সা ও রিয়াল স্পেনের বাইরে আর একবারই মাত্র মুখোমুখি হয়েছিল। ১৯৮২ সালে ভেনেজুয়েলায় মুখোমুখি হয় দুই দল। সে ম্যাচে ভিসেন্তে দেল বস্কের গোলে ১-০ তে ম্যাচ জিতেছিল রিয়াল।
বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, ১১ মার্চ ২০১৭
এমআরপি