টাইম মেশিনে না হোক কল্পনায় ছয়দিন পেছানো যাক। ৩ মে।
সেই ঐতিহাসিক জয়ে যাদের সবচেয়ে বড় অবদান তারা হলেন উদীয়মান তারকা সাদ উদ্দীন ও রুবেল মিয়া। দুজনই আছেন আবাহনীতে। উদীয়মান কয়েকজন তরুণদের আর অভিজ্ঞদের নিয়ে আবাহনী দল এখন উজ্জীবিত। কোনও শিরোপাই তারা হাত ছাড়া করতে চায় না এবার।
তবে লক্ষ্যটা কঠিন হতেও পারে এবার। কেননা এবারের ঘরোয়া ফুটবলের উদ্দেশ্যে সিংহভাগ দলই শক্তিশালী। সঙ্গে দলের প্রাণভোমরা লি টাককে হারিয়েছে আবাহনী। আবাহনীর শিরোপা জয়ে অন্যতম নৈপুন্য দেখানো এই লি টাকের বদলে গাম্বিয়ার ল্যান্ডিং ডারবোইকে দলে ভিড়িয়েছে আবাহনী। অভিজ্ঞ ল্যান্ডিং অবশ্য ফরোয়ার্ড হিসেবে খেলে থাকেন।
পাশাপাশি গত প্রিমিয়ার লিগ ও ফেডারেশন কাপ আসরের চ্যাম্পিয়ন আবাহনীর গুরুত্বপূর্ণ পাঁচ খেলোয়াড়ও নীল শিবির ছেড়ে ঠাঁই জমিয়েছে সাইফ স্পোর্টিং ক্লাবে। সদ্য শেষ হওয়া দলবদলে আবাহনী ছেড়ে চলে গেছেন আরিফুল ইসলাম, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, শাকিল আহমেদ, তপু বর্মণ ও জুয়েল রানা। তাদের জায়গায় নাসির, দিদার, রুবেল মিয়া, ইয়ামিন, সোহেল জিতুরা এসেছেন।
হেমন্ত-জুয়েলরা চলে যাওয়া রক্ষণভাগে খানিকটা দুর্বল হলেও নাসির, রায়হান ইয়ামিনদের দিয়ে সেই দুর্বলতা কাটিয়ে তোলা সম্ভব বলে মনে করছেন ক্লাব কর্মকর্তারা। তাছাড়া অভিজ্ঞ আব্দুস সামাদের উপর নির্ভার থাকবে রক্ষণভাগ।
অবশ্য প্লে মেকার লি টাক চলে যাওয়ার পর মাঝমাঠে বড় শূন্যতা সৃষ্টি হলেও দেশি খেলোয়াড় দিয়ে পুষিয়ে দেয়া যাবে বলে মনে করছেন তারা। ইমন বাবু সেই জায়গাটি পূরণ করবেন মনে করছেন অল ব্লুরা।
তবে, আক্রমণভাগের উপরই দলের জয়ের ‘মূলমন্ত্র’ মনে হচ্ছে আবাহনীর। দলে দুইজন বিদেশি স্ট্রাইকার খেলানোর চিন্তা থেকে ল্যান্ডিংকে দলে ভেড়ানো। সঙ্গে আক্রমণভাগের ধার বাড়াতে এমেকা তো আছেনই।
কোচ দ্রাগো মামিচ বাংলানিউজকে বলেন, ‘বেঙ্গালুরুর বিপক্ষে জয় পাওয়া ইতিবাচক দিক। এতে দলের সবার মধ্যে উজ্জীবিত ভাবটা লক্ষ্য করা যাচ্ছে। দলের সবাই ইতিবাচক ও পরিশ্রমী। আশা করছি ভালো কিছুই অপেক্ষা করছে। ’
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পাঁচবারের চ্যাম্পিয়ন আবাহনীর চোখ এবছর তিনটি শিরোপার দিকে। বিপিএল, ফেডারেশন কাপসহ স্বাধীনতা কাপের শিরোপা ঘরে তুলতে চায় তারা। প্রথম টার্গেট আপাতত চলতি মাসের ১৩ মে শুরু হওয়া ফেডারেশন কাপের দিকে এমনটাই জানালেন অধিনায়ক মামুন মিয়া, ‘ফেডারেশন কাপ দিয়ে নতুন মৌসুম শুরু হতে যাচ্ছে। আমরা সেখানে পুরো মনোযোগ দেব। শিরোপা ধরে রাখার চেষ্টা করবো। ’
সবকিছু মিলিয়ে এই আসরে ফেভারিট তকমা নিয়ে আবাহনী মাঠে নামছে বলে মনে করছেন অনেকেই। তবে শিরোপাটা কার কপালে জুটছে সেটা সময়ই বলে দেবে!
আবাহনীর পুরো স্কোয়াড: শহিদুল আলম, মোহাম্মদ নাসির উদ্দীন, ওয়ালি ফয়সাল, রায়হান হাসান, সামাদ ইউসুফ, ইমন মাহমুদ, সোহেল রানা, প্রাণতোষ কুমার, এমেকা ডার্লিংটন, ল্যান্ডিং ডারবোয়ে, রুবেল মিয়া, ইমতিয়াজ সুলতানা জিতু, আতিকুর রহমান ফাহাদ, মামুন মিয়া, সাদ উদ্দীন, দিদারুল আলম, ইয়ামিন আহমেদ, টুটুল হোসেন, নাবিব নেওয়াজ, শাহেদুল আলম, নাঈম মিয়া, হাফিজুর রহমান, সুলতানা আহমেদ শাকিল, সাইদ আরাফাত, ফয়সাল আহমেদ, তিতুমীর চৌধুরী।
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ৯ মে, ২০১৭
জেএইচ/এমআরএম