ইন্টার মায়ামির কোচ এবং আর্জেন্টিনার সাবেক অধিনায়ক হাভিয়ের মাচেরানো আশা প্রকাশ করেছেন, স্বদেশী কিংবদন্তি লিওনেল মেসি ক্লাবটির সঙ্গে চুক্তি নবায়ন করবেন। তবে তিনি এটিও স্পষ্ট করে বলেছেন, বিষয়টি একান্তই মেসি এবং ক্লাবের মধ্যকার আলোচনা ও সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
গতকাল লিগস কাপের ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মেক্সিকোর ক্লাব নেকাক্সার বিপক্ষে ম্যাচ নিয়ে কথা বলার পাশাপাশি মেসির ভবিষ্যৎ নিয়েও মুখ খুলেছেন মাচেরানো।
তিনি বলেন, ‘আমাদের সবারই আশা, লিও ইন্টার মায়ামিতে থেকে যাবে। আমরা চাই সে চুক্তি নবায়ন করুক। তবে এটা একান্তই লিও এবং ক্লাবের সিদ্ধান্ত। তারা হয়তো ইতোমধ্যেই ব্যক্তিগতভাবে আলোচনা করেছে বা করছে। যখন উপযুক্ত মনে করবে, তখনই জানাবে। ”
তিনি আরও বলেন, ‘আমি নিজেও গতকাল এই সম্পর্কিত গুজব পড়েছি। তবে আমরা সবাই আশাবাদী—সে নবায়ন করবে এবং এখানে দীর্ঘ সময় খেলবে। ’
লিগস কাপ নিয়ে মাসচেরানোর বক্তব্য ছিল স্পষ্ট ও সমালোচনামূলক।
তিনি বলেন, ‘এটা এক ধরনের অদ্ভুত প্রতিযোগিতা। এমনও হতে পারে, আপনি তিনটি ম্যাচই জিতবেন, তবুও বাদ পড়ে যাবেন। আপনি যাদের বিপক্ষে খেলছেন, তারা আপনাকে প্রতিযোগিতা থেকে বাদ দিচ্ছে না; আপনি প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন কিছু দলের সঙ্গে, যাদের সঙ্গে আপনি খেলেনই না। তবে এটা সবার জন্যই সমান নিয়ম। তাই এটা কোনো অজুহাত হতে পারে না। ’
মেজর লিগ সকার (এমএলএস) নিয়েও নিজের মতামত জানিয়েছেন ‘জেফেসিতো’ খ্যাত মাচেরানো। তিনি বলেন, ‘এটা আমার পছন্দের একটি লিগ। অনেক সংগঠিত, বেশিরভাগ দলই আধিপত্য বিস্তার করতে চায়। যদিও মানের দিক থেকে কিছু ঘাটতি থাকতে পারে, তারপরও সবাই প্রতিযোগিতামূলক ফুটবল খেলার চেষ্টা করে। ’
তিনি আরও বলেন, ‘বাইরের ম্যাচগুলো একটু বেশি চ্যালেঞ্জিং, কারণ ভ্রমণ অনেক। তবুও এটি একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লিগ। দুটি কনফারেন্সে এখনো বেশিরভাগ দলের প্লে-অফে ওঠার সুযোগ রয়েছে। অনেক কোচ নতুন দলে এসেই নিজস্ব কৌশলের ছাপ রাখতে পেরেছেন। লিগটি আমার প্রত্যাশার চেয়েও ভালো। ’
এমএইচএম