ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এই পাইওনিয়ার (অ-১৬) ফুটবল লিগ-২০১৭ এর সার্বিক ব্যবস্থাপনা করছে।
শনিবার (২০ মে) ছয়টি ভেন্যুতে দশটি ম্যাচ অনুষ্ঠিত হয়।
কমলাপুর স্টেডিয়ামে প্রথম ম্যাচ ড্র হয়েছে। বাংলাদেশ বয়েজ ক্লাব ও চট্টগ্রামের গ্রীন অয়েল ফেয়ার সেন্টারের মধ্যকার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকা একাদশের বিপক্ষে ১-০ গোলের ব্যবধানে জয় তুলে নিয়েছে গফুর বেলুচ ফুটবল একাডেমী। ধানমন্ডি ফুটবল একাডেমীর বিপক্ষে ১-০ ব্যবধানে জয় পেয়েছে তোতা স্পোর্টস একাডেমী।
গোলারটেক মাঠে কিশোর ফুটবল ক্লাব মোহাম্মদপুর ও গুলশান ইয়ুথ ক্লাবের মধ্যকার ম্যাচটি ১-১ ব্যবধানে ড্র হয়েছে। দিনের সবচেয়ে বড় জয়টি এসেছে ভূঁইয়া ফুটবল একাডেমী থেকে। মালিবাগ ইষ্ট বেঙ্গল ক্লাবের বিপক্ষে ৫-০ গোলের ব্যবধানে জয় পেয়েছে ক্লাবটি। শহীদ জহিরুল ইসলাম স্মৃতি সংসদের বিপক্ষে ২-০ ব্যবধানে জয় তুলে নিয়েছে টাঙ্গাইল জুনিয়র একাদশ।
চ্যালেঞ্জার স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ০-১ ব্যবধানে জয় তুলে নিয়েছে ফেনী স্পোর্টস একাডেমী। দিনের আরেকটি ম্যাচে বড় জয় পেয়েছে সোনারগাঁও সুপার স্টার ফুটবল একাডেমী। মুড়াপাড়া ক্লাবের বিপক্ষে ৫-০ গোলের ব্যবধানে জয় পেয়েছে সুপারস্টার।
বড় জয় পেয়েছে টিপু সুলতান এস.সি। ফরিদউদ্দীন ফরিদ স্মৃতি সংসদের বিপক্ষে ৫-১ ব্যবধানে জয় তুলে নেয় টিপু সুলতান এস.সি। আউটার স্টেডিয়ামে আরেক ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ স্পোর্টিং ক্লাবও। আব্দুল হাদীলেন যুব সংসদের বিপক্ষে ২-০ ব্যবধানে জয় পেয়েছে দলটি।
এই টুর্নামেন্ট থেকেই এএফসি কাপের অনূর্ধ্ব-১৭ এর জন্য দল গঠন করবে বাফুফে।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ২০ মে, ২০১৭
জেএইচ/এমআরপি