লা লিগায় পাঁচ বছরের শিরোপা খরা কাটাতে রিয়াল মাত্র ১ পয়েন্ট দূরে ছিল। লিগের শেষ ম্যাচে ড্র করলেই এই মৌসুমে চ্যাম্পিয়ন হয়ে যেতো রোনালদো বাহিনী।
লিগের শেষ ম্যাচে মালাগার মাঠে খেলতে নামে জিনেদিন জিদানের শিষ্যরা। এই জয়ে ৩৮ ম্যাচে ৯৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে থেকে শিরোপা নিশ্চিত করলো রিয়াল। সমান ম্যাচ খেলে ৯০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বার্সেলোনা। একই সময়ে এইবারের বিপক্ষে ঘরের মাঠে খেলতে নামে মেসি-নেইমার-সুয়ারেজদের বার্সা। ৪-২ গোলের জয় তুলে নেয় মেসি বাহিনী।
মালাগার বিপক্ষে ম্যাচের দ্বিতীয় মিনিটেই লিড নেয় রিয়াল। দলের প্রাণভোমরা রোনালদোর গোলে এগিয়ে যায় জিদানের শিষ্যরা (১-০)। এই স্কোরেই বিরতিতে গেলেও বিরতির পর খেলার ৫৫ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন বেনজেমা (২-০)। আর এই স্কোরেই জয় নিয়ে লা লিগার শিরোপা নিশ্চিত করে রিয়াল।
বাংলাদেশ সময়: ০২০৯ ঘণ্টা, ২২ মে ২০১৭
এমআরপি