ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বার্সার নতুন কোচ চূড়ান্ত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৪ ঘণ্টা, মে ২২, ২০১৭
বার্সার নতুন কোচ চূড়ান্ত চলতি মাসেই বার্সার নতুন কোচের নাম ঘোষণার নিশ্চয়তা দিয়েছেন ক্লাব প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তোমেউ/ছবি: সংগৃহীত

চলতি মাসেই বার্সেলোনার নতুন কোচের নাম ঘোষণা করবে বার্সেলোনা। লুইস এনরিকের উত্তরসূরি কে হচ্ছেন তা জানা যাবে ২৯ মে। বিষয়টি নিশ্চিত করেছেন স্বয়ং ক্লাব প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তোমেউ।

ন্যু ক্যাম্পে কোচ হিসেবে নিজের শেষ ম্যাচে রোমাঞ্চকর জয় ‍উপহার পান এনরিক। এইবারের বিপক্ষে দুই গোলে পিছিয়ে থেকেও ৪-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা।

লা লিগার শিরোপা দৌড়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে আত্মসমর্পণ করে কাতালানরা। শেষ দিনে লিগ শিরোপার নিষ্পত্তি ঘটে।

মালাগার মাঠে ২-০ গোলের জয়ে লিগে পাঁচ বছরের খরা কাটায় গ্যালাকটিকোরা। রিয়াল হারলেই বার্সার হাতে শিরোপা উঠতো। সেই সুযোগ দেয়নি জিনেদিন জিদানের শিষ্যরা। এনরিকের সামনে মর্যাদাপূর্ণ ট্রফি জিতে বিদায় নেওয়ার সুযোগ থাকছে।

কোপা দেল রের ফাইনাল (২৭ মে) দিয়ে তিন মৌসুমের বার্সা অধ্যায়ের ইতি টানবেন এনরিক। প্রতিপক্ষ দেপোর্তিভো আলাভেস। এনরিকের উত্তরসূরি হওয়ার তালিকায় অ্যাথলেতিক বিলবাওয়ের আর্নেস্টো ভালভার্ডের নাম শোনা যাচ্ছে।

‘বার্সা টিভি’কে দেওয়া সাক্ষাৎকারে বার্তোমেউ বলেন, ‘আগামী ২৯ মে আমরা নতুন কোচ ঘোষণা করবো। এনরিকের অবদানের জন্য তাকে ধন্যবাদ জানাই। এখন আমাদের সামনে কোপা দেল রের চ্যালেঞ্জ। ’

২০১৪ সালে খেলোয়াড়ী জীবনের সাবেক ক্লাব বার্সার দায়িত্ব নিয়ে প্রথম মৌসুমেই বাজিমাত করেন এনরিক। তার অধীনে সম্ভাব্য ছয়টি শিরোপার মধ্যে পাঁচটিই ঘরে তোলে স্প্যানিশ জায়ান্টরা। টানা দুই মৌসুমে জেতে লা লিগা ও কোপা দেল রে (ঘরোয়া ডাবল)।

এবার খালি হাতে ফেরার শঙ্কায় বার্সা! একমাত্র আশা দ্বিতীয় সেরা ঘরোয়া টুর্নামেন্টের ট্রফি। লিগ শিরোপা জেতা হয়নি। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বিদায়। কোপা দেল রে প্রতিযোগিতায় হ্যাটট্রিক শিরোপায় বিদায়টা স্মরণীয় করে রাখার সামনে দাঁড়িয়ে লুইস এনরিক।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ২২ মে, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।