ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ম্যানইউ’র প্রথম ইউরোপা লিগ জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২০ ঘণ্টা, মে ২৫, ২০১৭
ম্যানইউ’র প্রথম ইউরোপা লিগ জয় ছবি:সংগৃহীত

ইতিহাসে প্রথমবারের মতো ইউরোপা লিগের শিরোপা ঘরে তুললো ম্যানচেস্টার ইউনাইটেড। আয়াক্সকে ২-০ গোলে হারিয়ে ট্রফি উৎসব করে হোসে মোরিনহোর শিষ্যরা। আর এ জয়ের ফলে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার আমন্ত্রণ পেয়ে গেল দলটি।

ম্যানচেস্টারে পপ কনসার্টে বোমা হামলায় হতাহতদের জন্য এক মিনিট নীরবতা পালনের পর খেলা শুরু হয়। পরে সুইডেনের সোলনার ফ্রেন্ডস অ্যারিনায় রেড ডেভিলসদের জয়ে ভূমিকা রাখেন বিশ্বের সবচেয়ে দামি তারকা পল পগবা ও হেনরি মাখিতারায়ান।

দু’জন দুই অর্ধে একটি করে গোল করেন।

ইংলিশ প্রিমিয়ার লিগে সাফল্য না পেলেও ওল্ড ট্র্যাফোর্ডে প্রথম মৌসুমটা খারাপ কাটেনি মরিনহোর। লিগ কাপ ও কমিউনিটি শিল্ড জয়ের পর ইউরোপা লিগ জিতে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়ায় খুশি পর্তুগিজ স্পেশাল ওয়ান খ্যাত এ তারকা।

এদিন ম্যাচের ১৮ মিনিটে গোলের সূচনা করেন ফ্রেঞ্চ মিডফিল্ডার পগবা। পরে দ্বিতীয়ার্ধে আরমেনিয়ার মাখিতারায়ান ৪৮ মিনিটে আরও একটি গোল করলে জয় নিশ্চিত হয়।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, ২৫ মে, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।