আগামী ১০ জুন (শনিবার) বিশ্বকাপ বাছাইয়ে স্কটল্যান্ডের মুখোমুখি হবে রুনিবিহীন ইংল্যান্ড। খেলা শুরু বাংলাদেশ সময় রাত ১০টায়।
এর আগে গত মার্চে রুনিকে দলের বাইরে রাখেন কোচ গ্যারেথ সাউথগেট। এবারও সুযোগ মেলেনি। ব্রাত্যই রইলেন জাতীয় দলের জার্সিতে সর্বকালের সর্বোচ্চ গোলস্কোরার (৫৩)। ঘরোয়া ফুটবলে ম্যাচ ঘাটতির কারণেই মূলত রুনিকে পরিকল্পনার বাইরে রাখা হচ্ছে।
সবশেষ গত বছরের নভেম্বরে স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের হোম ম্যাচ খেলেছিলেন রুনি। ইতোমধ্যেই নিশ্চিত করেছেন রাশিয়ায় ২০১৮ বিশ্বকাপ শেষেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেবেন। কিন্তু, জাতীয় দলে নিয়মিত হওয়াটাই এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
ক্লাব ফুটবলেও রুনিকে লড়াই করতে হচ্ছে। হোসে মরিনহোর পরিকল্পনায় ২০১৬-১৭ মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের ১৫টি ম্যাচে প্রথম একাদশে সুযোগ পেয়েছেন। গোল করেছেন ৫টি। সবশেষ আয়াক্সের বিপক্ষে ইউরোপা লিগের ফাইনালে শেষদিকে বদলি খেলোয়াড় হিসেবে নেমে শিরোপা উদযাপন করেন।
রুনি ছাড়াও দলে আবারো বাদের তালিকায় আর্সেনাল ফরোয়ার্ড থিও ওয়ালকোট। অন্যদিকে, প্রথমবারের মতো ইংল্যান্ড দলে ডাক পেয়েছেন টটেনহাম রাইটব্যাক কাইরান ত্রিপিয়ার। আরেক অভিষিক্ত মিডলসব্রো ডিফেন্ডার বেন গিবসন।
ইংল্যান্ড স্কোয়াড:
গোলরক্ষক: জ্যাক বাটল্যান্ড, ফ্রেজার ফর্স্টার, জো হার্ট, টম হিটন।
ডিফেন্ডার: রায়ান বার্টর্যান্ড, গ্যারি কাহিল, নাথানিয়েল ক্লাইন, অ্যারন ক্রেসওয়েল, বেন গিবসন, ফিল জোনস, ক্রিস স্ম্যালিং, জন স্টোনস, কাইরান ত্রিপিয়ার, কাইল ওয়াকার।
মিডফিল্ডার: ডেলি আলী, এরিক ডায়ার, অ্যাডাম লাল্লানা, জেসে লিনগার্ড, জেক লিভারমোর, অ্যালেক্স ওক্সলেড চেম্বারলিন, রাহিম স্টার্লিং।
ফরোয়ার্ড: জার্মেইন ডিফো, হ্যারি কেন, মার্কাস রাশফোর্ড, জেমি ভার্ডি।
বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, ২৫ মে, ২০১৭
এমআরএম