ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ইসরাইল সীমান্তে ভোগান্তিতে বাংলাদেশ অ-২৩ দল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৭
ইসরাইল সীমান্তে ভোগান্তিতে বাংলাদেশ অ-২৩ দল ছবি: সংগৃহীত

এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ফিলিস্তিন যাওয়ার পথে জর্ডান থেকে ইসরায়েলে প্রবেশের সময় সীমান্তে চেকইনের জন্য সাড়ে ৩ ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে বাংলাদেশ অ-২৩ ফুটবল দলকে। তবে শেষ পর্যন্ত তারা গন্তব্যে পৌঁছাতে পেরেছে। তাতে অবশ্য ঝক্কি কম হয়নি। কেননা ইসরায়েল সীমান্ত থেকে বাসে করে ফিলিস্তিন পৌঁছাতে ১২ ঘন্টা সময় লেগেছে লাল-সবুজের যুবাদের।

মঙ্গলবার (১৭ জুলাই) বাংলাদেশ অ-২৩ ফুটবল দলের ম্যানেজার সত্যজিত দাস রুপুর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

‘অনেক ঝামেলা ও ভোগান্তির পর আমরা ফিলিস্তিন পৌঁছেছি।

ফিলিস্তিনে সব কিছু ভালো আছে। বিশেষ করে আবাসন ব্যবস্থা অনেক সুন্দর। তবে আমাদের ইসরায়েলে প্রবেশের সময় সাড়ে ৩ ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। এরপর সেখানে থেকে ১২ ঘণ্টার বাস জার্নি করে ফিলিস্তিন পৌঁছলাম। দলের সবাই অনেক ক্লান্ত’।

ফিলিস্তিনে অনুষ্ঠেয় এএফসি অ-২৩ চ্যাম্পিয়নশিপের ‘ই’ গ্রপে থাকা বাংলাদেশ আগামী ১৯ জুলাই নিজেদের প্রথম ম্যাচে জর্ডানের মুখোমুখি হবে। গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ তাজিকিস্তান ও স্বাগতিক ফিলিস্তিন।

২১ জুলাই দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ তাজিকিস্তান। দু’দিন পর শেষ ম্যাচে স্বাগতিক ফিলিস্তিনের বিপক্ষে লড়বে লাল-সবুজের যুবারা।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, ১৭ জুলাই ২০১৭
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।