ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

জয় দিয়ে কোরিয়া সফর শেষ কৃষ্ণাদের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৭
জয় দিয়ে কোরিয়া সফর শেষ কৃষ্ণাদের ছবি:সংগৃহীত

শেষ ম্যাচে জয় দিয়েই শেষ করলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দল। দক্ষিণ কোরিয়া সফরে চতুর্থ প্রস্তুতি ম্যাচে ‍ওজু মিডল স্কুলের মেয়েদের ৩-০ গোলে হারিয়েছে কৃষ্ণা-সানজিদারা। দলের হয়ে একটি করে গোল করেন সানজিদা, নার্গিস ও স্বপ্না।

এই সফরে দুই জয়, একটি হার ও একটি ড্র পেল বাংলাদেশের কিশোরিরা।

আগামী সেপ্টেম্বরে থাইল্যান্ডের এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির জন্য ম্যাচগুলো খেলছে গোলাম রব্বানির শিষ্যরা।

এর আগে প্রথম প্রস্তুতি ম্যাচে কোরিয়ার অনূর্ধ্ব-১৬ দলের কাছে ৬-০ ব্যবধানে হেরে যাওয়া কৃষ্ণারা দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ইয়ুলমাইয়ুন মিডল স্কুলের মেয়েদের ৯-০ গোলে উড়িয়ে দেয়।

তৃতীয় প্রস্তুতি ম্যাচে হাওয়াচিওন ইনফরমেশন ইন্ডাস্ট্রি হাই স্কুলের মেয়েদের সঙ্গে ২-২ ড্র করে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, ১৯ জুলাই, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।