ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ফুটবলের ‘মেশিন’ মেসি: জাভি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৬ ঘণ্টা, জুলাই ২০, ২০১৭
ফুটবলের ‘মেশিন’ মেসি: জাভি ফুটবলের ‘মেশিন’ মেসি: জাভি-ছবি:সংগৃহীত

ফুটবল খেলার জন্য লিওনেল মেসি হচ্ছেন একজন ‘মেশিন’। এমনটিই জানিয়েছেন বার্সেলোনায় মেসির সাবেক সতীর্থ জাভি। কাতালান ক্লাবের কিংবদন্তি এ তারকা আর্জেন্টাইন অধিনায়ককে সর্বকালের গ্রেটদের সঙ্গে তুলনা করেছেন। যেখানে মেসি নিজেকে ব্যক্তিগত ও দলীয়ভাবে সর্বোচ্চ শিখরে নিয়ে গেছেন।

বার্সায় খেলে মেসি অর্জন করেননি এমন কিছু নেই। দীর্ঘ ক্যারিয়ারে তিনি আটটি লা লিগা ও চারটি চ্যাম্পিয়নস লিগ জিতেছেন।

এসব সাফল্যের সঙ্গে তিনি ব্যক্তিগত পর্যায়ে পাঁচটি ব্যালন ডি অর ঘরে তুলেছেন।  

২০১৫ সালে বার্সা ছেড়ে বর্তমানে কাতারের ক্লাবে খেলা জাভি মেসির প্রসংশা করে বলেন, ‘লিও করতে পারে এমন কিছু বাকি নেই। একই সঙ্গে সে জাভি, ইনিয়েস্তা ও বুসকেটস যা করে তাই করতে পারে। সে মনে হয় ফুটবলের জন্য একজন মেশিন তৈরি হয়েছে। যেখানে বলের সঙ্গে সে রাবারের মতোই লেগে থাকে। ’

সম্প্রতি বার্সার সঙ্গে নতুন চুক্তিতে সম্মত হয়েছেন মেসি। যেখানে বড় অঙ্কের প্রস্তাবে ২০২১ পর্যন্ত ক্যাম্প ন্যু’তে থাকবেন তিনি।

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, ২০ জুলাই, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।