গত এপ্রিলে জুভিদের কাছে হেরে ইউরোপ শ্রেষ্ঠত্বের আসরের শেষ আট থেকে বিদায় নেয় বার্সা। তুরিনে ৩-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর ন্যু ক্যাম্পে ফিরতে পর্বের ম্যাচে সমর্থকদের হতাশই করেন মেসি-নেইমার-সুয়ারেজরা।
প্রতিযোগিতামূলক অফিসিয়াল ম্যাচ না হলেও জুভিদের বিপক্ষে নিশ্চয়ই প্রতিশোধ নিতে চাইবে বার্সা শিবির। আইসিসি ইভেন্টে অংশ নিতে ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রে পৌঁছেছে আর্নেস্টো ভালভার্ডের শিষ্যরা।
আগামী রোববার (২৩ জুলাই) নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে বার্সা-জুভেন্টাস হাইভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে। খেলা শুরু বাংলাদেশ সময় ভোর ৪টা পাঁচ মিনিটে।
নুতন মৌসুম সামনে রেখে নিজেদের ঝালিয়ে নিতে আইসিসি আসরে ইউরোপিয়ান ক্লাবগুলো। চীন ও সিঙ্গাপুরের তুলনায় যুক্তরাষ্ট্র এডিশন সবচেয়ে জমজমাট। যেখানে মোট আটটি দল অংশ নিয়েছে। প্রতিটি টিম তিনটি করে ম্যাচ খেলবে। শিরোপা লড়াইয়ে থাকতে হবে পয়েন্ট টেবিলের শীর্ষে।
বাকি দুই ম্যাচে বার্সার প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেড ও চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। জুভিদের সামনে পিএসজি ও রোমা।
বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, ২০ জুলাই, ২০১৭
এমআরএম