১৯৩০ সালে বিশ্বকাপের উদ্বোধনী আসর বসেছিল উরুগুয়ের মাটিতে। প্রতিবেশী আর্জেন্টিনাকে নিয়ে ফুটবল শ্রেষ্ঠত্বের শতবর্ষীয় আয়োজনে চোখ রাখছে উরুগুইয়ানরা।
সব ঠিক থাকলে তারা যৌথভাবে ২০৩০ বিশ্বকাপের জন্য বিড করবে। আগামী বছর রাশিয়ায় ২১তম আসরের পর্দা উঠবে। পরবর্তী ইভেন্ট কাতারে। ২০২৬ বিশ্বকাপের আয়োজকের নাম এখনো ঘোষণা করা হয়নি।
ফুটবল স্টেডিয়ামের জন্য সম্ভাব্য বিলিয়ন ডলার ব্যয় নিয়ে প্রশ্নের মুখে পড়তে পারেন দু’দেশের রাজনীতিবিদরা। এর আগে ২০১৪ বিশ্বকাপ ও ২০১৬ অলিম্পিকের আয়োজক ছিল তাদের দক্ষিণ আমেরিকান প্রতিবেশী ব্রাজিল। স্কুল ও হাসপাতালকে উপেক্ষা করে ‘হোয়াইট এলিফ্যান্ট’ স্পোর্টস ভেন্যু নির্মাণ করায় ব্যাপক সমালোচনা করা হয়েছিল। এছাড়াও নাগরিক সমস্যা সমাধান না করে বিশ্বকাপকে কেন্দ্র করে বিপুল পরিমাণ ব্যয়ের প্রতিবাদে রাস্তায় নেমে ব্রাজিলের সাধারণ মানুষের বিক্ষোভ ব্যাপক আলোড়ন তুলেছিল।
প্রসঙ্গত, এখন পর্যন্ত একবারই বিশ্বকাপ আয়োজন করার সুযোগ পেয়েছে উরুগুয়ে ও আর্জেন্টিনা (১৯৭৮)। উরুগুয়ে (১৯৩০ ও ১৯৫০) ও আর্জেন্টিনা (১৯৭৮ ও ১৯৮৬) দুই দলই দু’বার করে বিশ্বকাপ জিতেছে।
বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, ২৭ জুলাই, ২০১৭
এমআরএম