পিএসজিতে যোগ দিয়ে ১০ নম্বর পেতে কোন সমস্যাই হয়নি নেইমারের। ক্লাবের পক্ষ থেকেও জানানো হচ্ছে, ১০ নম্বর জার্সিতেই নেইমার পারফেক্ট।
পিএসজিতে ১০ নম্বর জার্সি পরে খেলতেন সুইডেনের তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ। তিনি ম্যানইউতে চলে যাওয়ার পর নম্বর টেন জুটেছিল আর্জেন্টিনার জাভিয়ের পাস্তুরের গায়ে। নেইমারকে পেয়ে আর্জেন্টাইন তারকা খুশি মনেই ১০ নম্বর জার্সি ছেড়ে দিয়েছেন।
২০১৩ সালে সান্তোস থেকে বার্সায় পাড়ি জমান নেইমার। ক্লাবে ১০০’র বেশি গোল করলেও ন্যু ক্যাম্পে সবসময়ই মেসির ছায়া হয়ে ছিলেন। ট্রান্সফার ফি’র বিশ্বরেকর্ড গড়ে পিএসজিতে নাম লেখানোর পেছনে এটি হয়তো অন্যতম কারণ। তবে, মেসির ছায়া থেকে বের হয়ে পিএসজিতে নাম লিখিয়ে বার্সা সমর্থকদের দুয়োধ্বনি শুনতে হচ্ছে ব্রাজিলের তারকা আইকন নেইমারকে। তার দলবদলের ‘নাটক’ এতদিন সহ্য করার পর কাতালান ভক্তদের ধৈর্যের বাঁধটা হয়তো ভেঙেই গেছে! বার্সা সমর্থকদের কাছে খলনায়ক হয়ে ওঠা নেইমারের জার্সি পোড়াচ্ছে ক্ষুব্ধ সমর্থকরা। ইতোমধ্যে নেইমারের জার্সি পোড়ানোর সেই ভিডিও ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও।
কাতালান শহরটি ভরে গেছে নেইমারের সমালোচকদের ভিড়ে। দেয়ালে দেয়ালে পোস্টার সাটা হয়েছে। নেইমারের ছবির পাশাপাশি তাতে লেখা ‘বিশ্বাসঘাতক’ ‘ভাড়াটে ফুটবলার’। সেখানে আরও লেখা ছিল, স্বার্থপর নেইমারের চলে যাওয়াই উচিৎ। বার্সার রাস্তায় শোভা পাওয়া পোস্টারে আরও লেখা ‘এই বিশ্বাসঘাতককেই আমরা খুঁজছি!’ ল্যাম্পপোস্টে, দেয়ালের পোস্টারে নেইমারের ছবির নিচে লেখা, ‘একে ধরিয়ে দিন: বিশ্বাসঘাতক ও ভাড়াটে সৈনিক। বার্সেলোনায় এদের জায়গা নেই। ’
যেই ভক্তরা মেসির অনুপস্থিতিতে নেইমারের উপর ভরসা রাখতো সেই ভক্তরাও মুখ ফিরিয়ে নিচ্ছেন প্রিয় তারকার থেকে! এমনকি বার্সার বিলবোর্ড-পোস্টার থেকেও সরিয়ে দেওয়া হচ্ছে নেইমারের ছবি।
** ভিডিও
বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, ০৪ আগস্ট ২০১৭
এমআরপি