ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ম্যানসিটির রোমাঞ্চকর জয়, গোল উৎসবে লিভারপুল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
ম্যানসিটির রোমাঞ্চকর জয়, গোল উৎসবে লিভারপুল ছবি: সংগৃহীত

প্রিমিয়ার লিগে গোলের বন্যা বইয়ে দেওয়া ম্যানচেস্টার সিটি চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বের লক্ষ্যে বড় এক ধাপ পার করেছে। সিরি আ লিডার নাপোলির বিপক্ষে ২-১ ব্যবধানের রোমাঞ্চকর জয় পেয়েছে সিটিজেনরা। অন্যদিকে, টানা দুই ড্রয়ের পর স্লোভেনিয়ান ক্লাব মারিবরের মাঠে রীতিমতো গোল উৎসবে মাতে ইংলিশ পরাশক্তি লিভারপুল। ৭-০ গোলের উড়ন্ত জয় উদযাপন করে অল রেডসরা।

প্রথমার্ধেই চার গোলের লিড নিয়ে মারিবরকে ম্যাচ থেকেই ছিটকে দেয় লিভারপুল। দ্বিতীয়ার্ধে আরও তিনবার স্বাগতিকদের জালে বল পাঠায় ইয়োর্গেন ক্লপের শিষ্যরা।

জোড়া গোল উপহার দেন ব্রাজিলিয়ান উইঙ্গার রবার্তো ফিরমিনো ও মিশরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। স্কোরশিটে নাম লেখান ফিরমিনোর স্বদেশী তারকা ফিলিপ্পে কুতিনহো, দুই ইংলিশম্যান অ্যালেক্স ওক্সলেড চেম্বারলিন ও ট্রেন্ট আলেক্সান্ডার আর্নোল্ড।

ছবি: সংগৃহীতইতিহাদ স্টেডিয়ামে প্রথমার্ধে ম্যানসিটির আধিপত্য থাকলেও শেষ ৪৫ মিনিটের শ্বাররুদ্ধকর প্রতিদ্বন্দ্বিতায় স্বাগতিকদের ভয় পাইয়ে দিয়েছিল ইতালিয়ান জায়ান্ট নাপোলি। শেষ পর্যন্ত পূর্ণ পয়েন্ট নিশ্চিত করে স্বস্তির নিঃশ্বাসই ফেলে পেপ গার্দিওলার শিষ্যরা।

খেলা শুরুর ৯ মিনিটেই লিড এনে দেন ইংলিশ উইঙ্গার রাহিম স্টার্লিং। চার মিনিট বাদেই স্কোরলাইন ২-০ করেন উঠতি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস। দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিক শিবির। ৭৩ মিনিটে পেনাল্টি থেকে একটি গোল পরিশোধ করেন মিডফিল্ডার আমাদু দিয়ারা। জমে ওঠা ম্যাচে আর কোনো গোল হয়নি। ব্যবধান বাড়িয়ে নিতে পারেনি ম্যানসিটি। লড়াইয়ে ফিরে ভিজিটর নাপোলির আর ম্যাচ বাঁচানোর লক্ষ্য পূরণ হয়নি।

ছবি: সংগৃহীতগ্রুপ পর্বে তৃতীয় ম্যাচে এসে দাপটের সঙ্গেই প্রথম জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে লিভারপুল। ‘ই’ গ্রুপের অপর ম্যাচে স্পার্তাক মস্কোর ‍মাঠে ৫-১ গোলে উড়ে গেছে সেভিয়া। লিভারপুলের সমান ৫ পয়েন্ট হলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দ্বিতীয় স্থানে স্পার্তাক। ১ পয়েন্ট পিছিয়ে সেভিয়া।

‘এফ’ গ্রুপে টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে নাম্বার ওয়ান পজিশন ধরে রেখেছে ম্যানসিটি। ১ জয় ও ২ হারে মাত্র ৩ পয়েন্টে তৃতীয় স্থানে নাপোলি। ফেয়েনুর্ডের মাঠ থেকে ২-১ গোলের জয়ের সুবাদে দ্বিতীয় স্থানে থাকা শাখতার দোনেস্কের সংগ্রহ ৬ (২ জয় ও ১ হার)।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, ১৮ অক্টোবর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।