খুলে দেওয়া হচ্ছে বার্সার হোম ভেন্যু। কাতালান দর্শকরা গ্যালারিতে বসেই প্রিয় দলের খেলা উপভোগ করতে পারবেন।
‘ডি’ গ্রুপে জুভেন্টাসকে ৩-০ গোলে হারানোর পর স্পোর্টিং লিসবনের মাঠ থেকে ন্যূনতম ব্যবধানের (১-০) জয় নিয়ে ফেরে স্প্যানিশ জায়ান্টরা। দু’টি ম্যাচই হেরেছে অলিম্পিয়াকোস।
বার্সা ছাড়াও গ্রুপ পর্বের ম্যাচ খেলতে বুধবার (১৮ অক্টোবর) রাতে নামছে ইউরোপিয়ান পরাশক্তিরা। বেলজিয়ামের আন্ডারলেখটের মাঠে নামবে নেইমারের পিএসজি। স্কটিশ ক্লাব সেল্টিককে আতিথ্য জানাবে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। পর্তুগালে স্বাগতিক বেনফিকার মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড। স্ট্যামফোর্ড ব্রিজে চেলসিকে মোকাবিলা করবে রোমা। তুরিনে জুভেন্টাসকে চ্যালেঞ্জ জানাবে অারেক পর্তুগিজ টিম স্পোর্টিং লিসবন।
সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ১টায়।
বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ১৮ অক্টোবর, ২০১৭
এমআরএম