বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগে গ্রুপ ‘ডি’র ম্যাচে এদিন গ্রিক দল অলিম্পিয়াকোসের মুখোমুখি হয় বার্সা। যেখানে মেসি একটি গোল করার পাশাপাশি লুকাস ডিগনের করা অন্য গোলেও অবদান রাখেন।
ম্যাচের প্রথমার্ধের দশম মিনিটে বার্সার প্রাণভোমরা মেসি মাঝমাঠে থেমে গিয়ে মোজার ভেতর থেকে কিছু একটা বের করে মুখে পুরে দেন। তিনি ম্যাচচলাকালীন শক্তিবর্ধক কোনো দ্রব্য খেয়েছেন কি না এমন প্রশ্ন ওঠেছিল।
পরে জানা যায়, কোনো শক্তিবর্ধক দ্রব্য নেন নি মেসি। ক্লান্তি কাটাতে গ্লুকোজ ট্যাবলেট মুখে নিয়েছিলেন তিনি। আর সেটা কোনো অপরাধের মধ্যে পড়ে না। এই পদ্ধতিকে বলা হয়, ‘জেলি বেবি থিওরি’। মাঠে নামার প্রথম ১৫ মিনিটে শরীরের অঙ্গ-প্রত্যঙ্গগুলো ঠিক রাখতে এই ধরনের ওষুধ সেবন করা যায়।
বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, ১৯ অক্টোবর ২০১৭
এমআরপি