আটটি অলিম্পিকস স্বর্ণের মালিক বোল্ট এর আগেও তার ফুটবলপ্রেমের কথা বলেছিলেন। কিন্তু ফুটবল খেলার ব্যাপারটা তিনি কতটা গুরুত্ব দিচ্ছেন? কিংবদন্তি এই অ্যাথলেট বলেন, ‘এটা আমার ব্যক্তিগত একটা লক্ষ্যপূরণের চেষ্টা বলতে পারেন।
ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার ইউনাইটেডের ভক্ত বোল্ট এদিন এসেছিলেন লুইস হ্যামিল্টনের রেস দেখতে। বোল্টকে মার্সিডিজ এএমজি স্পোর্টসকারে চাপিয়ে সার্কিট অব আমেরিকাতে এক চক্কর ঘুরিয়েও আনেন হ্যামিল্টন। আরও একবার দেখা যায় বোল্টের সেই বিখ্যাত ভঙ্গি। যা তিনি স্বর্ণ জেতার পরে করে দেখাতেন। চ্যাম্পিয়ন হ্যামিল্টনও একই ভাবে বোল্টের পাশে দাঁড়িয়ে সেই ভঙ্গি করেন।
ফুটবলে নামার কথা বোল্ট এর আগেও নানা জায়গায় বলেছিলেন। বেশ কয়েকটি ক্লাব থেকেও এমনও প্রস্তাব দেওয়া হয়েছিল, বোল্ট এসে ফুটবলারদের সঙ্গে প্র্যাকটিস করতে পারেন। বোল্টকে যে ক্রীড়াসরঞ্জাম সংস্থা স্পনসর করে, তারা আবার জার্মানির বরুসিয়া ডর্টমুন্ডেরও অন্যতম স্পনসর। বরুসিয়ার পক্ষ থেকেও বোল্টকে আমন্ত্রণ জানানো হয়েছে ফুটবলারদের সঙ্গে এক সপ্তাহ ট্রেনিং করার জন্য।
যে আমন্ত্রণ গ্রহণ করতে তৈরি বোল্ট। জামাইকান মহাতারকা জানান, ‘আমাকে বলা হয়েছে, এ রকম প্রস্তাব রয়েছে। আমাকে শুধু ফিট হতে হবে। তার পরে ট্রায়ালে নেমে দেখতে পারব, কী অবস্থায় আছি। ’
বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, ২৪ অক্টোবর, ২০১৭
এমএমএস