ঢাকা, শনিবার, ২৬ আশ্বিন ১৪৩২, ১১ অক্টোবর ২০২৫, ১৮ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

রোনালদো বনাম মেসি সবে শুরু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৪৭, অক্টোবর ২৪, ২০১৭
রোনালদো বনাম মেসি সবে শুরু ছবি:সংগৃহীত

পঞ্চমবারের মতো বর্ষসেরা ফুটবলারের পুরস্কার পেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। লন্ডনে ফিফার জমকালো এক অনুষ্ঠানে লিওনেল মেসি ও নেইমারকে হটিয়ে ‘বেস্ট ফিফা মেন’স প্লেয়ার’ হন তিনি।

তালিকায় নেইমার থাকলেও রোনালদোর সঙ্গে মূল প্রতিযোগিতাটা হয় মেসির সঙ্গে। যেখানে আন্তর্জাতিক সব কোচ, অধিনায়ক ও নির্বাচিত সাংবাদিকদের ভোটে জয় লাভ করেন রিয়াল মাদ্রিদ তারকা।

 

এ পুরস্কার জয়ের ফলে চিরপ্রতিদ্বন্দ্বী মেসির সমান রেকর্ড পঞ্চমবার বর্ষসেরা হলেন মেসি। পরে মেসির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা উপভোগ করেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে জবাবে রোনালদো বলেন, ‘আমি লিওর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করি না। সে একজন ফুটবলার, যে একই সময় এসেছে। সেও পাঁচবার জিতেছে, আমিও পাঁচবার জিতেছি। ’

রোনালদো বনাম মেসি কি শেষ, এমন প্রশ্নে সিআর সেভেনের উত্তর, ‘এটা এখনও শেষ হয়নি... এটা সবে শুরু। ’

বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, ২৪ অক্টোবর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।