ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ম্যানইউর বিপক্ষে সংশয়ে স্পারসদের সেরা অস্ত্র

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৪ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
ম্যানইউর বিপক্ষে সংশয়ে স্পারসদের সেরা অস্ত্র ছবি: সংগৃহীত

দলের সেরা তারকার অনুপস্থিতিতে ওয়েস্টহামের কাছে হেরে (৩-২) লিগ কাপের কোয়ার্টার ফাইনালের আগেই বিদায়। সামনে ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচ। তার আগে বড় উদ্বেগ ভর করেছে টটেনহাম শিবিরে।

ফর্মের তুঙ্গে থাকা হ্যারি কেনের খেলা নিয়ে রয়েছে জোরালো সংশয়। কয়েকদিন আগেই লিভারপুলকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দেওয়ার ম্যাচে জোড়া গোল করেছিলেন ইংলিশ স্ট্রাইকার।

লিগের টপস্কোরারও তিনি। তাকে ছাড়া ওল্ড ট্রাফোর্ডে নামাটা কঠিনই হবে।

লিভারপুল ম্যাচের শেষদিকে কেনের বদলি খেলোয়াড় নামিয়েছিলেন কোচ মাউরিসিও পচেত্তিনো। মাঠ ছাড়ার সময় হ্যামস্ট্রিং সমস্যা চোখে পড়ে সবার। সে কারণেই লিগ কাপের চতুর্থ রাউন্ডে ছিলেন বিশ্রামে। যার খেসারত গুণতে হয়েছে স্পারসদের। ঘরের মাঠে প্রথমার্ধে দুই গোলে এগিয়ে থেকেও দ্বিতীয়ার্ধে ওয়েস্টহামের নাটকীয় প্রত্যাবর্তনে হারের লজ্জায় ডোবে ‘ফেভারিট’ টটেনহাম।

সুস্পষ্ট করে ইনজুরি উদ্বেগের কথা না বললেও ম্যানইউর বিপক্ষে কেনের খেলারও নিশ্চয়তা দেননি পচেত্তিনো। এ প্রসঙ্গে প্রশ্নের মুখে আর্জেন্টাইন কোচ বলেন, ‘আমরা দেখবো। টিমকে মূল্যায়ন করা প্রয়োজন কারণ ভিন্ন কারণে আমাদের পরিবর্তন আনতে হয়েছে। পরবর্তী কয়েক দিনে কী হবে তা দেখতে হবে। ’

প্রিমিয়ার লিগে গত দুই মৌসুমেই ‘গোল্ডেন বুট’ জেতেন ২৪ বছর বয়সী কেন। নতুন সিজনেও গোলস্কোরিং ফর্ম ধরে রেখেছেন। ৯ ম্যাচে প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছেন ৮ বার। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ১২ ম্যাচে ১৩ বার লক্ষ্যভেদ করেছেন।

আগামী শনিবার (২৮ অক্টোবর) টটেনহামকে আতিথ্য দেবে হোসে মরিনহোর ম্যানইউ। ওল্ড ট্রাফোর্ডে খেলা শুরু বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায়। ৯ ম্যাচ শেষে দু’দলেরই পয়েন্ট সমান ২০। গোল ব্যবধানে পিছিয়ে থাকায় তৃতীয় স্থানে স্পারসরা। পাঁচ পয়েন্টের লিড নিয়ে শীর্ষে রেড ডেভিলসদের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, ২৬ অক্টোবর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।