ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

আপাতত হচ্ছে না ‘ক্যাম্প ন্যু গ্রিফলস’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৩ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
আপাতত হচ্ছে না ‘ক্যাম্প ন্যু গ্রিফলস’ ছবি: সংগৃহীত

বার্সেলোনা ফুটবল ক্লাবের ঘরের মাঠ ক্যাম্প ন্যু। আগামী মৌসুম থেকে বর্তমান নামের সঙ্গে যোগ হতে পারে ‘ক্যাম্প ন্যু গ্রিফলস’-এমনটি খবরে প্রকাশ পায়। ৩০ বছরের পুরোনো নামের সত্ত্বকে বন্ধ করে রেকর্ড ৩৪০ মিলিয়ন ইউরোর চুক্তি করতে যাচ্ছে বার্সা-এই খবর সত্যি নয় বলে জানিয়েছে স্পেনের বৃহৎ ফার্মাসিটিক্যাল কোম্পানি গ্রিফলস।

কাতালুনিয়া রেডিও এক ঘোষণায় জানায়, বার্সা স্পেনের বৃহৎ ফার্মাসিটিক্যাল কোম্পানি গ্রিফলসের সঙ্গে চুক্তি নিয়ে আলোচনা করে। যেখানে তারা স্টেডিয়ামের সংস্কার কাজ করবে।

এছাড়া রেডিওতে লিওনেল মেসির নতুন চুক্তির ব্যাপারেও জানানো হয়। তবে, গ্রিফলস থেকে জানানো হয়েছে, এমন কোনো খবর পুরোপুরি সত্য নয়।

মূলত বার্সেলোনা অঞ্চলের গ্রিফলস স্প্যানিশ স্টক এক্সঞ্জের সেরা ৩৫টি কোম্পানির একটি। যেখানে বার্সা নতুন বছরে চুক্তির ব্যাপারে আশা করছে। এ ব্যাপারে প্রস্তাবনাও নাকি দেওয়া হয়েছিল।

তবে, কোম্পানিটি এক বিবৃতিতে জানায়, ‘আমরা এমন খবরে খুশি হয়েছি। তবে, খবরটি পুরোপুরি সত্য নয়। গ্রিফলস আর বার্সার এমন খবরকে অবশ্যই সম্মান জানাই। তবে, আমাদের দুই পক্ষের মাঝে শুধু প্রস্তাবনা নিয়েই আলোচনা হয়েছে। কোনোরকম স্পন্সরশিপমেন্টে আমাদের দুই পক্ষের সাইনিং হয়নি। আপাতত এটা নিয়ে কোম্পানি ভাবছে না। ’

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, ২৬ অক্টোবর, ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।