চ্যাম্পিয়নস লিগে ‘ডি’ গ্রুপে বার্সেলোনার সামনে প্রতিপক্ষ দুর্বল অলিম্পিয়াকোস। মঙ্গলবার (০১ নভেম্বর) রাতে গ্রিসের দলটির মাঠ স্তাদিও জিওরগিওস কারাইকাকিতে আতিথিয়েতা নিতে যাবে বার্সা।
এই গ্রুপে বার্সা আগের তিন ম্যাচের সবকটিতেই জিতে নয় পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। যেখানে অলিম্পিয়াকোস এখনও কোনো পয়েন্ট অর্জন করতে পারেনি। প্রথম লেগে ঘরের মাঠে ৩-১ ব্যবধানে জয় পেয়েছিলো লিওনেল মেসিরা। ফলে এ ম্যাচ জিতলে বার্সার শেষ ষোলো অনেকটাই নিশ্চিত হয়ে যাবে।
এদিকে উয়েফার ক্লাব প্রতিযোগিতায় মেসির গোল ১০০ ছুঁলেও, চ্যাম্পিয়নস লিগে আর্জেন্টাইন অধিনায়কের গোল সংখ্যা ৯৭। বার্সা সমর্থকরা অপেক্ষায় গ্রিসের মাঠেই প্রিয় দলের জয় দেখার পাশাপাশি চ্যাম্পিয়নস লিগে মেসির গোলের ‘সেঞ্চুরি’ দেখার জন্য।
বার্সা কোচ ভালভার্ডে আবার অতীতে দুই ধাপে কোচিং করিয়েছেন গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোসের। তাই এথেন্সের মাঠের পরিবেশ নিয়ে তার মাথা ব্যথা নেই। তবে বার্সার ইনজুরি সমস্যা বেড়েছে, এই ম্যাচে নিষেধাজ্ঞার কারণে খেলছেন না জেরার্ড পিকে। এ ছাড়া চোটের কারণে দলে নেই ওসমান ডেম্বেলে, রাফিনহা, অ্যালেক্স ভিদাল, আরদা তুরান ও আন্দ্রেস ইনিয়েস্তা।
একই গ্রুপে দ্বিতীয়স্থানে থাকা জুভেন্টাস আতিথিয়েতা নিতে যাবে স্পোর্টিং সিপির মাঠে।
এদিকে ‘বি’ গ্রুপ থেকে মাঠে নামছে জায়ান্ট দল প্যারিস সেন্ট জার্মেই। ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে বেলজিয়ামের ক্লাব আন্ডারলেখ্ট এর বিপক্ষে ম্যাচ জিততে মুখিয়ে নেইমাররা। নিষেধাজ্ঞা থাকায় গত শুক্রবার লিগ ওয়ান এর ম্যাচে নিসের বিপক্ষে পিএসজির ৩-০ জয়ের ম্যাচে ছিলেন না নেইমার। তবে পিএসজি শিবিরের ইঙ্গিত ঘরের মাঠে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে শুরু থেকেই খেলবেন ব্রাজিলিয়ান তারকা।
একই দিন অন্য যাদের খেলা থাকছে:
#সেল্টিক-বায়ার্ন মিউনিখ
#ম্যানচেস্টার ইউনাইটেড-বেনফিকা
#রোমা-চেলসি
• প্রতিটি ম্যাচ রাত পৌনে দুইটায়, স্বাগতিক ক্লাব আগে।
বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, ৩১ অক্টোবর, ২০১৭
এমএমএস