ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

নীলফামারীতে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৭
নীলফামারীতে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নীলফামারী: নীলফামারীতে ‘খোকন দা’ আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। 

বুধবার (০১ নভেম্বর) বিকেলে টুর্নামেন্টের উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি।

নীলফামারী সদর উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় ওই টুর্নামেন্টে মোট ১৫টি ইউনিয়ন ফুটবল দল অংশ নেয়।

 

দলগুলো হলো- চওড়া বড়গাছা ইউনিয়ন, গোড়গ্রাম ইউনিয়ন, পলাশবাড়ি ইউনিয়ন, রামনগর ইউনিয়ন, কচুকাটা ইউনিয়ন, পঞ্চপুকুর ইউনিয়ন, ইটাখোলা ইউনিয়ন, কুন্দপুকুর ইউনিয়ন, সোনারায় ইউনিয়ন, সংগলশী ইউনিয়ন, চড়াইখোলা ইউনিয়ন, চাপড়া সরমজানি ইউনিয়ন, লক্ষ্মীচাপ ইউনিয়ন এবং টুপামারী ইউনিয়ন ফুটবল দল।
 
তৃতীয় বারের মতো অনুষ্ঠিত খোকন দা আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় পলাশবাড়ি ইউনিয়ন ফুটবল দল কচুকাটা ইউনিয়ন ফুটবল দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে।
 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম, সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।