ঢাকা, মঙ্গলবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

ফুটবল

জেএফএ কাপে জিতেছে ময়মনসিংহ ও টাঙ্গাইল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৫, নভেম্বর ৩, ২০১৭
জেএফএ কাপে জিতেছে ময়মনসিংহ ও টাঙ্গাইল ছবি: সংগৃহীত

জেএফএ অনূর্ধ্ব-১৪ জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের চূড়ান্তপর্বে শুক্রবার দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় ময়মনসিংহ জেলা ও সাতক্ষীরা জেলা। রোজিনার ৬ গোলে ভর করে ১১ গোলের বড় ব্যবধানে জয় পেয়েছে ময়মনসিংহ।

দিনের অপর ম্যাচে মুখোমুখি হয় টাঙ্গাইল জেলা ও কুমিল্লা জেলা। মাইসার ৪ গোলে ভর করে ৭-০ গোলের বড় ব্যবধানে জয় পেয়েছে টাঙ্গাইল জেলা।

 

সাতক্ষীরার বিপক্ষে ময়মনসিংহের গোল উৎসবে (১১-০) রোজিনা একাই করেন ৬ গোল। ম্যাচের ৫, ৮, ২৪, ৩৩, ৫১ ও ৬৯ মিনিটে গোলগুলো করেন তিনি। জোড়া গোল করেছেন আমেনা (১১ ও ৪৯ মিনিটে) ও শামসুননাহার (৩৫ ও ৫৯ মিনিটে)। অপর গোলটি করেছেন হোসনে আরা (২৭ মিনিটে)।

এদিকে টাঙ্গাইলের মাইসা ও আম্বিয়া দুজনেই হারিয়ে দেন কুমিল্লাকে। মাইসা হ্যাটট্রিকসহ চার গোল করেন। আর আম্বিয়া করেন হ্যাটট্রিক। মাইসা ম্যাচের ১২, ১৮, ২৯ ও ৩৫ মিনিটে গোল চারটি করেন। আর আম্বিয়া ম্যাচের ১৭, ৫৫ ও ৬০ মিনিটে তিনটি গোল করেন।

এই জয়ের ফলে সেমিফাইনালে যাওয়ার পথে একধাপ এগিয়ে থাকল ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলা।

শনিবার চূড়ান্তপর্বের তৃতীয় দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ‘ক’ গ্রুপের ম্যাচে রাজশাহী জেলা লড়বে রাজবাড়ী জেলার বিপক্ষে। আর দ্বিতীয় ম্যাচে ঠাকুরগাঁও জেলা মুখোমুখি হবে মানিকগঞ্জ জেলার।

বাছাইপর্বের ছয়টি ভেন্যুর ছয় চ্যাম্পিয়নের সঙ্গে সেরা দুই রানার্স-আপ দলসহ মোট আটটি দল চূড়ান্তপর্বে অংশ নিয়েছে। ১০ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এই টুর্নামেন্ট।

চূড়ান্তপর্বের ‘ক’ গ্রুপে রয়েছে ঠাকুরগাঁও জেলা, রাজশাহী জেলা, মানিকগঞ্জ জেলা ও রাজবাড়ী জেলা। ‘খ’ গ্রুপে রয়েছে ময়মনসিংহ জেলা, টাঙ্গাইল জেলা, কুমিল্লা জেলা ও সাতক্ষীরা জেলা। দুই গ্রুপের শীর্ষ দুটি দল সেমিফাইনাল খেলবে।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, ৩ নভেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।