ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

সিটি বনাম আর্সেনাল, চেলসি বনাম ম্যানইউ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৩ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৭
সিটি বনাম আর্সেনাল, চেলসি বনাম ম্যানইউ ছবি:সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার দিনটিকে ঐতিহাসিকই বলতে হবে। কেননা মাঠে নামছে চার জায়ান্ট ক্লাব ম্যানচেস্টার সিটি, আর্সেনাল, চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেড। যেখানে আবার মুখোমুখি লড়াইয়ে খেলবে সিটি বনাম আর্সেনাল, চেলসি বনাম ম্যানইউ।

ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সোয়া আটটায় আর্সেনালকে আতিথিয়েতা জানাবে সিটি। আর সাড়ে দশটায় ম্যানইউর বিপক্ষে ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে লড়বে চেলসি।

এ দুটি ম্যাচের ফলাফল প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে প্রভাব রাখতে পারে খুব ভালো ভাবে। কেননা ১০ ম্যাচে খেলে কোনোটিতে না হেরে (৯ জয়, এক ড্র) ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে পেপ গার্দিওলার সিটি। তাদের বিপক্ষে খেলার অপেক্ষায় থাকা আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা সমান ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে পাঁচে রয়েছে।

১০ ম্যাচে সিটি থেকে পাঁচ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয়স্থানে আছেন হোসেন মরিনহোর ম্যানইউ। তবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেলসি ভালো অবস্থানে নেই। সমান ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে চতুর্থ অ্যান্তোনিও কোন্তের শিষ্যরা।

এদিকে একই দিন মাঠে নামছে ধীরে ধীরে নিজেদের জায়ান্ট দল হিসেবে চেনানো টটেনহ্যাম হটস্পার। সন্ধা ছয়টায় ক্রিস্টাল প্যালেসকে ঘরের মাঠে আতিথিয়েতা জানাবে মাউরিসিও পচেট্টিনোর শিষ্যরা। ১০ ম্যাচের ২০ পয়েন্ট নিয়ে লিগে টটেরহ্যামের অবস্থান তৃতীয়।

বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, ০৫ নভেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।