ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

কন্তের সঙ্গে হাত মেলাতে ছুটে যেতে পারি না: মরিনহো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৭
কন্তের সঙ্গে হাত মেলাতে ছুটে যেতে পারি না: মরিনহো ছবি: সংগৃহীত

ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে (১-০) ম্যাচ শেষে হোসে মরিনহোর সঙ্গে হাত মেলাননি চেলসি কোচ অ্যান্তোনিও কন্তে। আলোচিত ইস্যুটিতে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মরিনহো, ‘আমি তো কন্তের সঙ্গে হ্যান্ডশেক করতে তার কাছে ছুটে যেতে পারি না।’

ব্লুজদের সহকারী কোচের সঙ্গে করমর্দন করেন চেলসির এক সময়ের সফল কোচ মরিনহো। স্পষ্ট দেখা যায়, সেই প্রয়োজন বোধ করেননি কন্তে।

স্ট্যামফোর্ড ব্রিজে রেফারি শেষ বাঁশি বাজানোর পর মরিনহোকে এড়িয়ে খেলোয়াড়দের সঙ্গে জয় উদযাপনকে বেছে নেন তিনি।

এ ব্যাপারে সংবাদমাধ্যমে মরিনহোর ভাষ্য, ‘আপনি কি চান আমি মাঠের মাঝ পর্যন্ত তার পেছনে ছুটে যাই? সেখানে যারা ছিল আমি তাদের সঙ্গে হাত মিলিয়েছি। আমি মনে করেছি তার মধ্যে একজন ছিল তার ভাই, সহকারী। তাই আমার অনুভূতি ছিল তার ভাই ও অন্য সহকারীদের সঙ্গে হাত মিলিয়ে নিজের দায়িত্ব পূরণ করেছি। আমি তার (কন্তে) পেছনে ছুটে যেতে পারি না। ’

ছবি: সংগৃহীতশিরোপা দৌড়ে ম্যানচেস্টার সিটির লিড (৮ পয়েন্টের) নিয়ে উদ্বেগের কথা জানালেও পা মাটিতেই রাখছেন মরিনহো। ইনজুরি কাটিয়ে পল পগবা ও জ্লাতান ইব্রাহিমোভিচের প্রত্যাবর্তনে ম্যানইউ তা কাটিয়ে উঠতে পারবে বলে দৃঢ় বিশ্বাস তার, ‘আমরা উদ্বিগ্ন কিন্তু এখানে বাকি ১৮টি টিম আমাদের চেয়ে বেশি উদ্বিগ্ন কারণ আমরা দ্বিতীয় অবস্থানে আছি। ’

‘প্রিমিয়ার লিগে ৮ পয়েন্টের লিড পর্তুগিজ লিগ, লা লিগা, বুন্দেসলিগার ৮ পয়েন্টের সমান নয়। প্রিমিয়ার লিগে ৮ পয়েন্ট…এখনো অনেক খেলতে হবে। আমি আশাবাদী, আমি মনে করি, আমার বিশ্বাস নভেম্বরের শেষদিকে, ডিসেম্বর, জানুয়ারির শুরুর দিকের ব্যস্ত সূচিতে আমরা পগবা, রোহো ও ইব্রার সঙ্গে সর্বোচ্চ শক্তি নিয়ে এগোতে পারবো। তাই হয়তো আমরা আরও উচ্চতায় যেতে পারি। ’-যোগ করেন মরিনহো।

হাইভোল্টেজ ম্যাচটির দ্বিতীয়ার্ধে আলভারো মোরাতার চমৎকার হেডে একমাত্র গোলটিই ফলাফল নির্ধারক হয়। ম্যানইউকে সমতায় ফেরানোর সুযোগ পেয়েছিলেন মার্কোস, রাশফোর্ড, রোমেলু লুকাকু ও মারুয়ান ফেলাইনি। ম্যাচটি ড্র হলে ন্যায্য ফলাফল হতো বলে মনে করেন মরিনহো।

‘যে দলটি প্রথমে গোল করবে তারাই সম্ভাব্য জয়ী, কারণ দু’দলই ডিফেন্সে খুব ভালো। এগিয়ে যাওয়াটা সবসময় একটা অ্যাডভান্টেজ। তারা আমাদের আগে স্কোর করেছে এবং এরপর আমাদের চেয়ে সুবিধাজনক পজিশনে ছিল। গোলটির পর কয়েক মিনিটের জন্য আমরা মানসিকভাবে হেরে গেছি। ’

ছবি: সংগৃহীত‘কিছু সময়ের জন্য আত্মবিশ্বাস ফিরে পেতে এবং চেষ্টা ও আবারো খেলায় ফিরতে আমরা সমস্যার মধ্যে ছিলাম। কিন্তু এরপর আমরা একটি ভালো প্রতিক্রিয়া দেখাতে পেরেছি, ভালো নিয়ন্ত্রণ নিয়েছি। তারা কাউন্টার অ্যাটাকের স্পেস পেয়েছে, কিন্তু আমাদের লক্ষ্য, সাহস, গতিশীলতা ও সমতায় ফেরার সুযোগ ছিল। যেটি ন্যায্য ফলাফল হতো। কিন্তু এটা এমন না যা আমি ভাবছি কিংবা এটা ন্যায্য হতো কি হতো না। একটি গোল, তিনটি পয়েন্ট-অভিনন্দন। ’-যোগ করেন মরিনহো।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ৬ নভেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।