ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

আর্জেন্টিনা দল থেকে ছিটকে গেলেন ইকার্দি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৭
আর্জেন্টিনা দল থেকে ছিটকে গেলেন ইকার্দি আর্জেন্টিনা দল থেকে ছিটকে গেলেন ইকার্দি

ইতালিয়ান সিরিআ লিগে তুরিনের বিপক্ষে ম্যাচে চোট পান মাউরো ইকার্দি। আর এই চোটের কারণে ইন্টার মিলানের এ স্ট্রাইকার জাতীয় দল আর্জেন্টিনার স্কোয়াড থেকে ছিটকে গেলেন।

আর্জেন্টিনার পরবর্তী মিশন ২০১৮ বিশ্বকাপের স্বাগতিক দেশ রাশিয়ার বিপক্ষে ম্যাচ। যেখানে নাইজেরিয়ার বিপক্ষেও প্রীতি ম্যাচে লড়বে আলবেসেলিস্তারা।

তবে চোট পাওয়ায় ইকার্দিকে বাদ দেওয়া হয়েছে।

লিগে নিজেদের শেষ ম্যাচে তুরিনের বিপক্ষে ১-১ গোলের ড্র করে ইন্টার। সে ম্যাচে হাঁটুতে চোট পান দলটির অধিনায়কক ইকার্দি। তবে ম্যাচের ৯০ মিনিটই খেলতে দেখা যায় এ তারকাকে।

আগামী ১১ নভেম্বর মস্কোতে রাশিয়ার বিপক্ষে খেলবে কোচ জর্জ সাম্পাওলির অধীনে আর্জেন্টিনা। এর তিন দিন পর ক্রাসেনোদারে নাইজেরিয়ার মুখোমুখি হবে দু’বারের বিশ্বকাপ জয়ীরা।

বাংলাদেশ সময়: ০১৪১ ঘণ্টা, ০৭ নভেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।