ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

পিএসজিকে জেতালেন নেইমার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৮
পিএসজিকে জেতালেন নেইমার ছবি: সংগৃহীত

রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের হাইভোল্টেজ লড়াই সামনে রেখে অ্যাওয়ে ম্যাচের প্রস্তুতি সারলো পিএসজি। নেইমারের একমাত্র গোলে তুলুজকে ১-০ তে হারিয়ে মাঠ ছাড়ে উনাই এমেরির শিষ্যরা। গোলের ব্যবধান কম হলেও বল দখলসহ আক্রমণাত্মক ফুটবলে যোজন যোজন এগিয়ে ছিল প্যারিসের পরাশক্তিরা।

পিএসজি ন্যূনতম ব্যবধানে জিতলেও হোম ভেন্যুতে দাপুটে জয়ে আগাম বার্তা দিয়ে রেখেছে স্প্যানিশ জায়ান্টরা। লা লিগায় ক্রিস্টিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে রিয়াল সোসিয়েদাদকে ৫-২ গোলে বিধ্বস্ত করেছে জিনেদিন জিদানের দল।

তুলুজের রক্ষণভাগ ব্যতিব্যস্ত করে রাখলেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি পিএসজি। ৬৮ মিনিটে লক্ষ্যভেদ করেন নেইমার। অ্যাঙ্গেল ডি মারিয়ার কাছ থেকে বল পেয়ে ডি-বক্সের বাম প্রান্ত দিয়ে জোরালো নিচু শট ডিফেন্ডারের পা ছুঁয়ে জালে জড়ায়। এটিই ম্যাচের ফলাফল নির্ধারক হয়ে থাকে।

শিরোপা পুনরুদ্ধারের মিশনে পয়েন্ট টেবিলে ১২ পয়েন্টের লিড পিএসজি। ২৫ ম্যাচে ৬৫। ৫৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বর্তমান চ্যাম্পিয়ন মোনাকো। সেইন্ট এতিয়েন্নের মাঠে ২-২ গোলের ড্রয়ে ১ পয়েন্ট পিছিয়ে তিনে নেমে গেছে অলিম্পিক মার্শেই।

ইউরোপ শ্রেষ্ঠত্বের আসরে নকআউট পর্বেই অগ্নিপরীক্ষার সামনে নেইমারের পিএসজি। শেষ ষোলোর প্রথম লেগে ফ্রেঞ্চ জায়ান্টদের নামতে হবে টানা দু’বারের চ্যাম্পিয়ন রিয়ালের মাঠে। সান্তিয়াগো বার্নাব্যুতে আগামী বুধবার (১৪ ফেব্রুয়ারি) বহুল প্রতীক্ষিত ম্যাচটি অনুষ্ঠিত হবে। খেলা শুরু বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ২টায়। প্যারিসে একই সময়ে কোয়ার্টার ফাইনাল নির্ধারণী ফিরতি পর্বের ম্যাচ ৬ মার্চ।

বাংলাদেশ সময়: ০৬৪৮ ঘণ্টা, ১১ ফেব্রুয়ারি, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।