ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

ফুটবল

গোল্ডেন শু রেসে সালাহর পাশে মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৭ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৮
গোল্ডেন শু রেসে সালাহর পাশে মেসি ছবি: সংগৃহীত

রেকর্ড পঞ্চম ইউরোপিয়ান গোল্ডেন শু অ্যাওয়ার্ড মিশনে ছুটছেন বর্তমান বিজয়ী লিওনেল মেসি। লেগানেসের বিপক্ষে হ্যাটট্রিক করে ২০১৭-১৮ লিগ সিজনে গোলসংখ্যাটা ২৯-এ নিয়ে গেছেন বার্সেলোনার প্রাণভোমরা।

ইউরোপের শীর্ষ লিগগুলোর সর্বোচ্চ গোলস্কোরার হিসেবে ৫৮ পয়েন্ট নিয়ে বর্তমানে যৌথভাবে শীর্ষে উঠে এসেছেন মেসি। লিভারপুলের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ মাতানো মিশরের মোহাম্মদ সালাহর পাশে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।

সমান ২৬ গোল নিয়ে নিকতম প্রতিদ্বন্দ্বী ল্যাজিওর ক্রিও ইমোবাইল ও বায়ার্ন মিউনিখ ‘গোলমেশিন’ রবার্ট লেভানডফস্কি। উল্লেখ্য, কম মর্যাদার লিগে গোলপ্রতি ১.৫ পয়েন্ট। তাই পর্তুগিজ লিগে বেনফিকার হয়ে ৩৩ গোল করেও পঞ্চম স্থানে ব্রাজিলিয়ান স্ট্রাইকার জোনাস।

শুধুমাত্র লা লিগার টপস্কোরার পুরস্কার ‘পিচিচি’ ট্রফি দখলে রাখতেও পরিষ্কার ফেভারিট মেসি। টিমমেট লুইস সুয়ারেজ ও রিয়াল মাদ্রিদ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর চেয়ে সাত গোল এগিয়ে আর্জেন্টাইন আইকন। দু’জনই সমান ২২ বার লক্ষ্যভেদ করেছেন। প্রসঙ্গত, মেসির সমান চারটি ইউরোপিয়ান গোল্ডেন শু’র মালিক সিআর সেভেন।

বার্সার জার্সিতে এটি ছিল মেসির ৪০তম হ্যাটট্রিক। যার ২৯টিই ঘরোয়া লিগে। তিনটি এসেছে চলতি সিজনে। এই মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে গোল করেছেন ৩৯টি।

বাংলাদেশ সময়: ১০৪৬ ঘণ্টা, ৮ এপ্রিল, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।