এ নিয়ে টানা ৬ বার বুন্দেসলিগা নিজেদের দখলে রাখলো বায়ার্ন। শিরোপা নিশ্চিত করার ম্যাচে আত্মঘাতী গোলে পিছিয়ে থাকার পর অগসবুর্গের মাঠ থেকে ৪-১ ব্যবধানের জয় তুলে নেয় বাভারিয়ানরা।
অপর ম্যাচে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানধারী শালকে হ্যাম্বার্গারের মাঠে ৩-২ গোলে হেরে গেছে। স্পেন, ইংল্যান্ড, ইতালি, ফ্রান্সে ২০ দলের লিগ হলেও জার্মান লিগে ১৮টি দল খেলে। ২৯ ম্যাচ শেষে বায়ার্নের সংগ্রহ ৭২। ২০ পয়েন্ট পিছিয়ে থাকা শালকে বাকি পাঁচ জিতলেও কাজ হবে না।
বায়ার্নের কোচ হিসেবে এটি ৭২ বছর বয়সী ইয়ুপ হেইঙ্কেসের চতুর্থ লিগ শিরোপা জয়। ২০১৩ সালে বায়ার্নকে ‘ট্রেবল’ জেতানোর পর অবসরে গিয়েছিলেন তিনি। গত অক্টোবরে বরখাস্ত হওয়া কার্লো আনচেলত্তির স্থলাভিষিক্ত হন।
ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা হাতের মুঠোয় নিয়ে অাসা ম্যানসিটির (৮৪) সঙ্গে ব্যবধান ১৩-তে নামিয়ে এনেছে ম্যানইউ (৭১)। লা লিগা পুনরুদ্ধারে ছুটছে বার্সেলোনা। ৩১ ম্যাচে কাতালানদের অর্জন ৭৯। ১২ পয়েন্ট পেছনে এক ম্যাচ কম খেলা অ্যাতলেতিকো।
ইতালিতে শিরোপা ধরে রাখার মিশনে নাপোলির চেয়ে ৫ পয়েন্ট এগিয়ে এক ম্যাচ বেশি খেলা জুভেন্টাস (৩১ ম্যাচে ৮১)। ফ্রেঞ্চ লিগে ধরাছোঁয়ার বাইরে নেইমারের পিএসজি (৩২ ম্যাচে ৮৪)। দ্বিতীয় স্থানে থাকা গতবারের চ্যাম্পিয়ন মোনাকোর সংগ্রহ ৭০।
বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ৮ এপ্রিল, ২০১৮
এমআরএম