এর আগে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে জুভেন্টাসের বিপক্ষে শেষ মুহূর্তে পেনাল্টি থেকে রোনালদোর গোল করে রিয়ালকে সেমিফাইনালে ওঠান। সে ম্যাচের পরই সিআর সেভেনকে বিশ্রাম দেওয়া হবে বলে ইঙ্গিত ছিল।
১৯ সদস্যের দলে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা মালাগার বিপক্ষে আক্রমণভাগের নেতৃত্বে থাকবেন করিম বেনজেমা।
রোববার (১৫ এপ্রিল) বাংলাদেশ সময় পৌনে ১টায় মালাগার মাঠে আতিথিয়েতা নিতে যাবে রিয়াল।
এ ম্যাচ জিতলে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে আসবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল। ৩১ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে সার্জিও রামোসদের অবস্থান এখন চারে। এক পয়েন্ট বেশি নিয়ে তৃতীয় স্থানে ৩২ ম্যাচ খেলা ভালেন্সিয়া। শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৮২।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ১৫ এপ্রিল, ২০১৮
এমএমএস