গ্রুপ ‘বি’তে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত ছাড়াও রয়েছে শ্রীলঙ্কা ও মালদ্বীপ। আগামী ৪ থেকে ১৫ সেপ্টেম্বর আসরটি অনুষ্ঠিত হবে।
২০১৫ সর্বশেষ আসরে ভারতে অনুষ্ঠিত সাফে চ্যাম্পিয়ন হয়েছিল স্বাগতিকরা। সেবার আফগানিস্তানকে হারায় তারা। তবে এবার আফগানরা সাফে নেই। তারা দক্ষিণ এশিয়া থেকে বেরিয়ে মধ্য এশিয়া অঞ্চলে যোগ দিয়েছে। এর আগে ঢাকায় সর্বশেষ ২০০৯ সালে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছিল। সেবার শেষবারের মতো আসরটির সেমিফাইনালে খেলেছিল লাল-সবুজের বাংলাদেশ। এরপরে তিনটি আসরে খেললেও প্রুপ পর্বের বেশি যেতে পারেনি।
এখন পর্যন্ত ২০০৩ সালে ঘরের মাঠে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশের সেটি সবচেয়ে বড় সাফল্য।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ১৮ এপ্রিল, ২০১৮
এমএমএস