লিগের ম্যাচে দেপোর্তিভো লা করুনার বিপক্ষে নিজের দ্বিতীয় গোল করে রেকর্ডের মালিক হন মেসি। প্রথমার্ধের শেষ দিকে লুইস সুয়ারেজের পাসে গোলটি করেন তিনি।
মেসি ২০০৯-১০ মৌসুমে প্রথমবার লা লিগায় ৩০ গোল করেছিলেন। এমন সাফল্য টানা তিন মৌসুমে ধরে রাখেন। ২০১১-১২ মৌসুমে তো ৫০ গোলের অবিশ্বাস্য কীর্তি গড়েছিলেন মেসি। পরের মৌসুমেও কম যাননি, করেছিলেন ৪৬টি গোল।
২০১৩-১৪ মৌসুম শুধু প্রতিপক্ষের জাল তাকে রুখে দেয়। না হলেও তো টানা ৮ মৌসুমেই ৩০ গোলের মাইলফলক ছুঁতে পারতেন। ২০১৪-১৫ মৌসুমে ৪৩ গোল করেছিলেন তিনি। আর গত মৌসুমে গোল করেন ৩৭টি।
এ মৌসুমে এখন পর্যন্ত আর্জেন্টাইন অধিনায়কের বার্সার হয়ে লিগ ম্যাচে ৩২টি গোল হলো। আর দেপোর্তিভোর বিপক্ষে তারই হ্যাটট্রিকে ৪-২ ব্যবধানে জয় পায় কাতালানরা। সেই সঙ্গে ২৫তম শিরোপাও নিশ্চিত করে আর্নেস্টো ভালভার্ডের শিষ্যরা।
বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, ৩০ এপ্রিল, ২০১৮
এমএমএস