ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

আট দেশ নিয়ে ফুটবলের মিনি বিশ্বকাপ!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৯ ঘণ্টা, মে ৩, ২০১৮
আট দেশ নিয়ে ফুটবলের মিনি বিশ্বকাপ! ছবি: সংগৃহীত

প্রতি দুই বছর অন্তর আটটি দেশ নিয়ে আয়োজিত হবে একটি ‘মিনি বিশ্বকাপ’। এমন চিন্তা মাথায় রেখে নতুন প্রস্তাবনা দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। টুর্নামেন্টটির নাম হবে ‘ফাইনাল ৮’। আর এই আসর থেকে ১২ বছরের একটি চক্রের মাধ্যমে মোট ২৫ বিলিয়ন মার্কিন ডলার আয়ের আশা করছে ফিফা।

রয়েটার্সের এক সাক্ষাৎকারে ইনফান্তিনো বলেন, নাম প্রকাশ না করা একটি বিনিয়োগকারী প্রতিষ্ঠান এই টুর্নামেন্টের সত্ত্বের জন্য ইতোমধ্যে ২৫ বিলিয়ন মার্কিন ডলারের প্রস্তাব দিয়েছে। ২০২১ সাল থেকে শুরু হওয়া আসরটি বছরের অক্টোবর অথবা নভেম্বরে গড়াতে পারে।

এদিকে এই টুর্নামেন্ট চালু হলে বিলুপ্ত হয়ে যেতে পারে বিশ্বকাপের আগে অনুষ্ঠিত ফিফা কনফেডারেশনস কাপ। তবে ঠিক কোন অঞ্চলের দেশগুলো এই আসরে অংশগ্রহণ করবে তা পরিষ্কার করে বলা হয়নি।

ইনফান্তিনো নতুন এই পরিকল্পনা ইতোমধ্যে ফিফার সিদ্ধান্ত গ্রহণকারী কাউন্সিলের কাছে পাঠিয়ে দিয়েছেন। সেখানে অনুমোদন পেলেই আয়োজিত হবে এই মিনি বিশ্বকাপ।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, ০৩ মে, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।