ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

কিংবদন্তি জেরার্ডের কাঁধে রেঞ্জার্সের দায়িত্ব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৬ ঘণ্টা, মে ৫, ২০১৮
কিংবদন্তি জেরার্ডের কাঁধে রেঞ্জার্সের দায়িত্ব ছবি: সংগৃহীত

স্টিভেন জেরার্ডকেই কোচ হিসেবে নিয়োগ দিলো রেঞ্জার্স। পরবর্তী চার বছর ক্লাবটির কোচের দায়িত্ব পালন করবেন লিভারপুলের এই সাবেক অধিনায়ক।

রেঞ্জার্সের কোচ হিসেবে নিয়োগ পেয়ে বেশ রোমাঞ্চিত জেরার্ড। ৩৭ বছর বয়সী এই ইংলিশ কিংবদন্তি নিজের অনুভূতি প্রকাশ করে রেঞ্জার্সের অফিসিয়াল ওয়েবসাইটে বলেন, ‘এই ক্লাবের দায়িত্ব পেয়ে আমি সত্যিই খুশি।

কেননা, এই ক্লাবের ইতিহাস-ঐতিহ্য বেশ পুরনো। এখন মাঠে নামার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। ’

এর আগে দীর্ঘ ১৭ বছর ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সফল ক্লাব লিভারপুলের জার্সিতে মাঠ মাতিয়েছেন জেরার্ড। এ সময়ে ৫০৪ ম্যাচ খেলে নয়টি শিরোপা উঁচিয়ে ধরার গৌরব অর্জন করেছেন তিনি। লিভারপুলের হয়ে তার নামের পাশে আছে ১২০টি গোল। ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ১১৪ ম্যাচ খেলে করেছেন ২১টি গোল। লিভারপুলের হয়ে দীর্ঘ ক্যারিয়ার শেষে ২০১৫-১৬ মৌসুমে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল এলএ গ্যালাক্সির হয়ে খেলেছেন। তাদের হয়ে ৩৪ ম্যাচে ৫টি গোলও আছে জেরার্ডের নামের পাশে।

জাতীয় দলের হয়ে তিনটি বড় আসরে নেতৃত্ব দিয়েছেন। ২০১৬ সালে ফুটবল থেকে অবসরে গিয়ে যোগ দেন লিভারপুলের অনুর্ধ্ব-১৮ দলের ম্যানেজার হিসেবে।

গেল অক্টোবরে পেদ্রো কাইজিনহোকে বরখাস্ত করার পর রেঞ্জার্সের দায়িত্ব পালন করছিলেন গ্রায়েম মার্টি। তার উত্তরসূরী হিসেবেই এবার ক্লাবটির দায়িত্ব পেলেন ইংলিশ কিংবদন্তি জেরার্ড।

বাংলাদেশ সময়ঃ ১৬২০ ঘণ্টা, মে ০৫, ২০১৮
এমকেএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।