অনেক চেষ্টা করেও লিগের শেষ ম্যাচ পর্যন্ত নিজেদের প্রতিযোগিতায় টিকিয়ে রাখতে ব্যর্থ হলো হ্যামশেকের দল। ঘরের মাঠে তুরিনের সাথে ২-২ গোলের ড্রয়ে লিগ শিরোপা থেকে প্রায় ছিটকে গিয়েছে ১৯৯০ সালের পর আর লিগ জিততে না পারা নাপোলি।
লিগের ৩৬ ম্যাচে ২৯ জয়ে জুভেন্টাসের পয়েন্ট ৯১, অন্যদিকে সমান সংখ্যক ম্যাচে ২৬ জয়ে নাপোলির সংগ্রহ ৮৫ পয়েন্ট। এছাড়া জুভেন্টাসের গোল ব্যবধান +৬১ যেখানে নাপোলির গোল ব্যবধান মাত্র +৪৫।
সেক্ষেত্রে লিগের শেষ দুই ম্যাচে জুভেন্টাসকে ১৫ গোলের ব্যবধানে হারতে হবে। যা এক কথায় অসম্ভব। অন্যদিকে নাপোলিকে জিততে হবে পরের দু’ম্যাচ। লিগের প্রথম দিকে তেমন সুবিধা করতে না পারলেও শেষ দিকে এসে দুর্দান্ত পারফর্ম দেখিয়েছে নাপোলি। এক প্রকার লিগ নিজেদের দিকে নিয়ে এসেছিল অনেকটাই। কিন্তু শেষ পর্যন্ত এবারও আর হলো না।
১৯৮৭ এবং ১৯৯০ সালে দিয়েগো ম্যারাডোনার সময়ে সর্বশেষ সিরি’আ লিগ জিতেছিল নাপোলি। এরপর শুধুমাত্র হতাশা ছাড়া আর কিছুই ঘরে তুলতে পারেনি দলটি। অন্যদিকে ইতালিয়ান লিগকে জুভেন্টাস লিগ বললেও কম বলা হবে না। ৩৩বার শিরোপা ঘরে তুলেছে তারা।
বাংলাদেশ সময়ঃ ১৬৫৫, মে ০৭, ২০১৮
এমকেএম/এমএমএস