বার্সেলোনার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসির গোল ৫৫১ আর রিয়ালের হয়ে পর্তুগিজ সুপারস্টার রোনালদোর গোল ৪৪৯।
গত রাতের মৌসুম শেষের এল ক্লাসিকোতে মেসি-রোনালদো দুজনই গোল পেয়েছেন।
চ্যাম্পিয়নস লিগে ক্লাবের হয়ে রোনালদোর গোলসংখ্যা ১০৫, কোপা দেল রে’তে ২২ এবং ১২ গোল করেছেন অন্যান্য প্রতিযোগিতায়।
বিরতির পর ইনজুরির কারণে রোনালদো উঠে গেলেও পুরো সময় মাঠে থাকেন মেসি। এরই মাঝে বাঁ পায়ের ঝলকে দলকে এগিয়ে দেন মেসি। বার্সার হয়ে এটি মেসির ৫৫১তম গোল।
লা লিগায় মেসির গোলসংখ্যা দাঁড়ালো ৩৮২, চ্যাম্পিয়নস লিগে ১০০, কোপা দেল রে’তে ৪৮ আর অন্যান্য প্রতিযোগিতায় ১২ গোল।
দুই তারকারই প্রিয় প্রতিপক্ষ সেভিয়া। সেভিয়ার বিপক্ষে মেসির গোলসংখ্যা ৩১, রোনালদোর ২৭ গোল।
মেসির মূল শক্তি তার বাঁ পায়ে। বাঁ পায়ে তার গোলসংখ্যা ৪৪৯। ডান পায়ে গোল করেছেন ৭৮টি, হেড থেকে গোল করেছেন ২২ গোল। দুটি গোল করেছেন শরীরের অন্য অঙ্গের সাহায্যে।
অন্যদিকে ডান পায়ে রোনালদো গোল করেছেন ২৯৮টি, বাঁ পায়ে ৮১, হেড থেকে ৬৯ আর শরীরের অন্যান্য অঙ্গের সাহায্যে ১টি গোল।
ঘরেরে মাঠে গোল করার ক্ষেত্রে দুজনই বেশ এগিয়ে। ঘরের মাঠে মেসির গোল ২১৮টি, রোনালদোর ১৯৩টি। প্রতিপক্ষের মাঠে মেসির গোলসংখ্যা ৩১৭, রোনালদোর ২৪৩।
মেসির গোল বানিয়ে দেয়ার ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে বার্সার সাবেক ও পিএসজির বর্তমান ডিভেন্ডার দানি আলভেজ। মেসিকে মোট ৪২ গোল বানিয়ে দিয়েছেন তিনি। রোনালদোর ক্ষেত্রে একই ভূমিকায় আছেন করিম বেনজেমা। তিনিও আলভেজের সমপরিমাণ সহায়তা করেছেন রোনালদোকে।
মেসি-রোনালদো দুজনই নিজেদের সবচেয়ে বেশি গোল করেছেন ম্যাচের শেষ ১৫ মিনিটে। ম্যাচের ৭৬ মিনিট থেকে ৯০ মিনিটের মধ্যে মেসির গোলসংখ্যা ১৩৮। একই সময়ের মধ্যে রোনালদোর গোলসংখ্যা ৯৯।
বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, মে ০৭, ২০১৮
এমএইচএম/এমজেএফ